বাংলা হান্ট ডেস্কঃ ২০২৩ সালের অক্টোবর মাসে দুর্গাপুজোর পরই ইডির (Enforcement Directorate’s) হাতে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক (Jyotipriya Mallick)। বছর ঘুরতেই খুলে গেল কপাল। খাটল না ইডির ‘প্রভাবশালী তত্ত্ব’। বুধবার রেশন দুর্নীতিতে ইডির করা মামলায় জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
‘মুক্ত’ জ্যোতিপ্ৰিয়-Jyotipriya Mallick
যে জ্যোতিপ্ৰিয়কে রেশন দুর্নীতির ‘কিংপিং’ বলেছিল ইডি, তারই জামিন মঞ্জুর হয়েছে কলকাতায় ইডির বিশেষ আদালতে। বুধবারই জেল থেকে বেড়িয়েছেন জ্যোতিপ্ৰিয় ওরফে বালু। এদিন জামিন মামলার শুনানিতে জ্যোতিপ্রিয়র জামিনের তীব্র বিরোধিতা করে ইডি। ওদিকে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেন বালুর আইনজীবী।
জামিনের পক্ষে আদালতে জোর সওয়াল করে জ্যোতিপ্ৰিয়র আইনজীবী বলেন, এই মামলায় বাকি অভিযুক্তরা আগেই জামিনে মুক্তি পেয়েছেন। জ্যোতিপ্রিয়র কাছ থেকে ইডির আর তেমন কিছু জানারও নেই। পাশাপাশি এই মুহূর্তে বিচারপ্রক্রিয়া শুরু হওয়ারও কোনো সম্ভাবনা নেই। এতদিন ধরে একজন অভিযুক্তকে জেলে বন্দি করে রাখা ঠিক নয়।
অন্যদিকে এবারেও জ্যোতিপ্রিয়র জামিন আটকাতে মরিয়া ইডি প্রভাবশালী তত্ত্ব তুলে সরব হয়। ইডির আইনজীবী বলেন, জ্যোতিপ্রিয় অত্যন্ত প্রভাবশালী। জেল থেকে মুক্তি পেলে তিনি তথ্যপ্রমাণ লোপাট করার সম্ভাবনা রয়েছে। সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। যদিও তাতে আমল দেয়নি আদালত।
জানিয়ে রাখি, ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয়র জামিন মঞ্জুর করেছে আদালত। প্রসঙ্গত, ২০২৩ সালের ২৭ অক্টোবর রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। ব্যবসায়ী বাকিবুর রহমান যিনি কিনা রেশন দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত তার সূত্র ধরে বালুকে গ্রেফতার করেছিল ইডি।
আরও পড়ুন: মধ্য কলকাতায় আর কোনও কর্মসূচির অনুমতি আমি দেব না, মানুষের ভোগান্তি হয়: বিচারপতি ঘোষ
জেলবন্দি অবস্থায় একাধিকবার অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্ৰিয়। প্রাক্তন মন্ত্রীর রক্তচাপের সমস্যা রয়েছে। কিডনিজনিত সমস্যাও রয়েছে। একাধিকবার জ্যোতিপ্রিয়ের (Jyotipriya Mallick) অসুস্থতার কথা আদালতেও উল্লেখ করেছেন তার আইনজীবী। জামিন পেতেও অসুস্থতার কথা উল্লেখ করা হয়। এদিকে নতুন বছরে জ্যোতিপ্ৰিয়র ভাগ্য ঘুরলেও এখনও জেলবন্দি রাজ্যের আরেক প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।