জেলে জ্যোতিপ্রিয়, ওদিকে নেতার জন্মদিনের আয়োজন করল পুরসভা! পাতে পড়ল রুই-পাবদা, দই-মিষ্টি

বাংলা হান্ট ডেস্ক: শুক্রবার, ১৭ নভেম্বর ছিল জেলবন্দি রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) ৬৭ তম জন্মদিন। যদিও সেই দিনে বিশেষ কোনও আয়োজন হয়নি তাঁর জন্য। জেলে ডায়াবেটিক (Diabetic) খাবারই খেয়েছেন মন্ত্রী। কিন্তু তাঁর জন্মদিনে এদিন ভুরিভোজ করলেন হাবরার (Habra) বাণীপুরের (Banipur) এক হোমের আবাসিকরা।

কী ছিল না মেনুতে! ছিল ভাত, ডাল, আলু ভাজা, রুই মাছ, পাবদা মাছ, চাটনি, পাপড়, মিষ্টি, দই, এমনকী হজমের জন্য হজমোলাও। সেই খাবার খেয়ে দু’হাত ভরে মন্ত্রীকে আশীর্বাদও করলেন ওই হোমের আবাসিকরা।

যেখানে ‘বার্থ ডে বয়’ খোদ জেলে বসে, ঠিক সেই সময়ই হাবরা পুরসভা তাঁর জন্মদিন ঘটা করে পালন করল। পুরসভার তত্ত্বাবধানে বাণীপুরে ‘বিবেকানন্দ ভবন’ নামে একটি হোম রয়েছে। সেখানে প্রচুর বৃদ্ধা থাকেন। কিন্তু জ্যোতিপ্রিয় জেলে তো কী হয়েছে! তাঁর জন্মদিনে ভুরিভোজ করানো হল সেই হোমের আবাসিকদের। ৩৫ জন বয়স্ক মানুষকে এদিন পেট ভরে ভুরিভোজ করানো হল। গত তিন বছর ধরে এই হোমে জ্যোতিপ্রিয় জন্মদিন ঘটা করে পালন করা হয়। এ বছরও তার অন্যথা হল না।

jyotipriya mallick 2

এই প্রসঙ্গে হাবরা পুরসভায় (Habra Municipality) পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা বলেন, ‘যারা সহায় সম্বলহীন ভবঘুরে গত তিন বছর ধরে মন্ত্রীর জন্মদিনে এভাবেই তাদের মধ্যাহ্নভোজ করিয়ে আসেন তাঁর অনুগামীরা। রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিককে ইডি গ্রেফতার করার পর এখন জেল হেফাজতে রয়েছেন তিনি। তার শরীর ভালো নেই। তাই তাঁর দীর্ঘায়ু কামনা করে এবারও তাঁর জন্মদিনে সহায় সম্বলহীন ওই মানুষদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে।’ কিন্তু অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। বাকি বন্দিদের মতোই তিনিও সাধারণ খাবার-দাবারই খাচ্ছেন। তবে ডায়াবেটিক খাবার খাচ্ছেন তিনি।

Monojit

সম্পর্কিত খবর