বাংলা হান্ট ডেস্কঃ একসময় ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী। বর্তমানে রেশন দুর্নীতি মামলায় জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) ওরফে বালু। বিগত প্রায় এক বছর ধরে জেলের চার দেওয়ালের মধ্যে জীবন কাটছে তাঁর। এবার এই দুর্নীতি মামলা নিয়েই সামনে এল বড় খবর!
ইডির এক পদক্ষেপে আরও চাপে বালু (Jyotipriya Mallick)?
রেশন দুর্নীতি কাণ্ডে গত বছর অক্টোবর মাসে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। এরপর একাধিবার জামিনের আবেদন করেও কোনও সুরাহা হয়নি। এই আবহে এবার এই দুর্নীতি মামলায় (Ration Scam) তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা যাচ্ছে, সেই চার্জশিটে হাসপাতালে ভর্তি থাকাকালীন জ্যোতিপ্রিয়র লেখা ‘সেই’ চিঠির উল্লেখ রয়েছে।
জানা যাচ্ছে, এবার জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ দেগঙ্গার দুই ব্যবসায়ী আলিফ এবং আনিসুরের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে ইডি (Enforcement Directorate)। সেই চার্জশিটেই অফিশিয়ালি বালুর লেখা চিঠির উল্লেখ রয়েছে বলে খবর। বহুল চর্চিত এই চিঠিতে বেশ কয়েকজনের থেকে টাকা নেওয়ার কথা লিখেছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। এই চিঠির সূত্র ধরে উঠে এসেছিল অনেকের নাম। পরবর্তীতে গ্রেফতার হন আলিফ এবং আনিসুর।
আরও পড়ুনঃ ‘গুরুদ্বার, দরগা, মন্দির সবক্ষেত্রেই আইন সমান’! ‘বুলডোজার অ্যাকশন’ নিয়ে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
সূত্র মারফৎ জানা যাচ্ছে, জ্যোতিপ্রিয়র (Jyotipriya Mallick) লেখা এই চিঠিতেই আলিফ নুর ওরফে মুকুলের নামের উল্লেখ ছিল। জানা যাচ্ছে, তাঁর থেকে নাকি ‘ইন্টারেস্ট’ বাবদ ১০ লক্ষ টাকা পেতেন বালু। ইডির দাবি, সরকারি ধান বিক্রির যে টাকা নিয়ে নয়ছয় করা হয়েছিল, সেটার ‘ইন্টারেস্ট’ বাবদ জ্যোতিপ্রিয়কে ওই টাকা দেওয়ার কথা ঠিক হয়েছিল। স্বাভাবিকভাবেই ইডির চার্জশিটে অফিশিয়ালি জ্যোতিপ্রিয়র লেখা ওই চিঠির উল্লেখ থাকার খবর সামনে আসতেই শুরু হয়েছে জোর চর্চা।
উল্লেখ্য, গত বছর শারীরিক অসুস্থতার কারণে এসএসকেএম হাসপাতালে ভর্তি থাকাকালীন কন্যার হাতে একটি চিঠি তুলে দিতে চেয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। যদিও শেষ অবধি তাঁর সেই পরিকল্পনা সফল হয়নি! জ্যোতিপ্রিয়র (Jyotipriya Mallick) লেখা সেই চিঠি বাজেয়াপ্ত করে সিআরপিএফ। বিস্ফোরক এই চিঠিতেই শঙ্কর আঢ্য, শেখ শাহজাহানদের নামের উল্লেখ ছিল।