বাংলা হান্ট ডেস্কঃ কেটে গিয়েছে এক বছরেরও বেশি সময়। গত বছর অক্টোবর মাসে পুজোর ঠিক পর পরই রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় ইডির (ED) হাতে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক (Jyotipriya Mallick) ওরফে বালু। তারপর থেকে জেলেই দিন কাটছে তার। মাঝে বহুবার জামিনের আবেদন করলেও সুরাহা হয়নি। দুর্গাপুজোর পর জেলের চার দেওয়ালের মধ্যেই এবার কালীপুজো কাটল বালুর।
রাজ্যের অন্যান্য জেলের মতো প্রেসিডেন্সি জেলেও ঘটা করে কালীপুজো হয়। রীতি মেনে এবারেও কালীপুজো অনুষ্ঠিত হয়েছে। সেই পুজোয় বন্দিদের পাত পেড়ে খাওয়ানো হল খিচুড়ি প্রসাদ। সকলে মিলে একসাথে বসে খিচুড়ি খাওয়া হল। সেখানেই অন্য কয়েকজনের সঙ্গে বন্দিদের খাবার পরিবেশন করলেন জ্যোতিপ্রিয় মল্লিক।
শুধু খিচুড়ি নয়, ছিল এলাহী মেনু। জেল সূত্রের খবর, কালীপুজোয় বন্দিদের পাতে পড়েছে খিচুড়ি, বেগুন ভাজা, আলুর দম। আর শেষ পাতে চাটনি ও ঝুরো বোঁদে। দুর্গাপুজোর মতো জেলের কালীপুজোতেও অংশ নিয়েছেন জ্যোতিপ্ৰিয়। ভক্তিভরে মায়ের কাছে অঞ্জলিও দেন। হোমের টিপও কপালে পরেন বালু। অন্য সকল বন্দিদের সাথে মিশে গিয়েই পুজো উপভোগ করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। শরীরের সমস্ত অসুখ ভুলে মায়ের আরাধনায় মাতেন বালু।
আরও পড়ুন: অনুব্রত ফিরতেই অশান্ত বীরভূম! তৃণমূল পঞ্চায়েত সদস্যের সঙ্গে যা হল … জানলে শিউরে উঠবেন!
পুজোর পাশাপাশি জেল চত্বরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছিল। মোটামুটি সকল বন্দিরাই সেখানে অংশ নেন। দুর্গাপুজোতেও সকলের সাথে মিলে আনন্দ উপভোগ করছিলেন জ্যোতিপ্ৰিয়। সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাইকোর্টে জামিনের আর্জি জানিয়েছিলেন জ্যোতিপ্ৰিয়। তবে তা মঞ্জুর হয়নি। হাই ব্লাড প্রেসার ও ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তিনি। তবে জামিন মেলেনি। তাই পুজোর কটা দিন শারীরিক কষ্ট দূরে রেখে বন্দিদের সঙ্গে হৈহৈ করে কাটালেন জ্যোতিপ্ৰিয় মল্লিক।