বাংলা হান্ট ডেস্কঃ গ্রেফতারির তিন মাস পর কাটল তাল! মন্ত্রিত্ব ঘুচলো জ্যোতিপ্রিয়র (Jyotipriya Mallick)। অবশেষে রাজ্যের বনমন্ত্রী এবং শিল্পোদ্যোগ মন্ত্রীর পদ থেকে সরানো হল জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick Expelled Form His Ministry)। শুক্রবার রাজভবনের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিকের বদলে এখন থেকে ওই দুই দফতরের দায়িত্বে থাকবেন বিরবাহা হাঁসদা এবং পার্থ ভৌমিক।
বেশ কিছুদিন ধরেই জ্যোতিপ্ৰিয়কে নিয়ে জল্পনা চলছিল। শুক্রবার তাকে সরকারিভাবে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। গত সপ্তাহেই এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জ্যোতিপ্ৰিয়র প্রসঙ্গ উঠে এসেছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে অভিষেক বলেছিলেন, ‘উনি (জ্যোতিপ্ৰিয়) এখন মন্ত্রী হিসেবে রয়েছেন। কিন্তু ভবিষ্যতে কী হবে তা কেউ জানে না।’
জ্যোতিপ্ৰিয়কে মন্ত্রির পদ থেকে সরানো হল ঠিকই, তবে পার্থ চট্টোপাধ্যায়ের সাথে তার ব্যতিক্রম থেকেই গেল। সালটা ২০২২, জুলাই মাসে শিক্ষা দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হওয়ার পাঁচ দিনের মাথায় তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা। পরে দলের সমস্ত পদ থেকেও সাসপেন্ড করে দেওয়া হয়। পার্থর বেলায় ইমিডিয়েট অ্যাকশন দেখেছিল রাজ্য।
ওদিকে গত বছর অক্টোবর মাসে রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন জ্যোতিপ্ৰিয় মল্লিক। তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দলের সময় লাগলো সাড়ে তিন মাস। শুক্রবার রাজভবন সূত্রে জানানো হয়েছে, সংবিধানের ১৬৬ (৩) অনুচ্ছেদ মেনেই রাজ্যপাল ড. সি ভি আনন্দ বোস জ্যোতিপ্রিয় মল্লিককে বন দফতর এবং পাবলিক এন্টারপ্রাইজ এবং শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন।
আরও পড়ুন: ভাগ্য ঘুরে যাবে সরকারি কর্মীদের! শীঘ্রই বিরাট বেতন বৃদ্ধি, বড়সড় ঘোষণার পথে সরকার
মুখ্যমন্ত্রীর পরামর্শ মত পার্থ ভৌমিককে সেচ ও জলপথ দফতর, পাবলিক এন্টারপ্রাইজ এবং শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, বন দফতর (স্বাধীন দায়িত্ব), স্ব-সহায়ক গোষ্ঠী এবং স্ব-কর্মসংস্থান বিভাগ (স্বাধীন দায়িত্ব)-এর দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদাকে।