জামিন পেতেই ‘অ্যাকশনে’ বালু! জ্যোতিপ্রিয় এবার যা করলেন… জোর শোরগোল!

বাংলা হান্ট ডেস্কঃ রেশন দুর্নীতি মামলায় (Ration Scam) ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipiya Mallick)। বিগত ১ বছর ৩ মাস জেলবন্দি থাকার পর সদ্য জামিন পেয়েছেন বালু। এরপর কয়েকদিন যেতে না যেতেই বিধানসভায় গেলেন হাবড়ার বিধায়ক।

সোমবার বিধানসভায় আসেন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)!

পশ্চিমবঙ্গের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বনমন্ত্রী হলেন জ্যোতিপ্রিয়। গ্রেফতারির পর একাধিকবার শিরোনামে উঠে এসেছে তাঁর অসুস্থতার খবর। জানা যাচ্ছে, বিগত প্রায় দেড় বছর ধরে জেলবন্দি থাকার পর বালুর শরীর অনেকটাই ভেঙে গিয়েছে। ২০ কেজির অধিক ওজন কমেছে বলে খবর। একটি নামি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এমনটাই জানা যাচ্ছে।

সংশ্লিষ্ট প্রতিবেদনে জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠ সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, বিগত ১ বছর ৩ মাসের বেতন তুলতে এদিন বিধানসভায় (West Bengal Assembly) উপস্থিত হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী। এই বিষয়ে তাঁকে কিছু সইসাবুদ করতে হবে বলে খবর।

আরও পড়ুনঃ ফাঁসি নাকি যাবজ্জীবন কারাদণ্ড? সঞ্জয়ের শাস্তি ঘোষণা করল শিয়ালদহ আদালত! তোলপাড় বাংলা

বিধানসভায় তৃণমূল তথা রাজ্যের শাসকদলের মুখ্য সচেতক হলেন নির্মল ঘোষ। উত্তর ২৪ পরগণার রাজনীতিতে জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) ঘনিষ্ঠ বলে পরিচিত তিনি। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, গত কয়েকদিনে বালুর সল্টলেকের আবাসনে উপস্থিত হয়েছিলেন রাজ্যের শাসকদলের একাধিক হেভিওয়েট নেতা। তাঁদের মধ্যে অন্যতম হলেন এই নির্মল। সেই সঙ্গেই হাজির হয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক সহ হাবড়া বিধানসভা অঞ্চলের স্থানীয় নেতারা।

Jyotipriya Mallick

জানা যাচ্ছে, এদিন বিধানসভায় গিয়ে প্রথমে নির্মল ঘোষের ঘরে গিয়ে বসেন জ্যোতিপ্রিয়। সেখানে দু’জনের মধ্যে কথাবার্তা হয় বলে খবর। বিধানসভা থেকে বেরনোর পর এদিন ফের চিকিৎসকের কাছে যাওয়ার কথা রয়েছে বালুর। তাঁর কিডনিতে সমস্যা রয়েছে বলে খবর। সংশ্লিষ্ট প্রতিবেদন থেকে এমনটাই জানা গিয়েছে

উল্লেখ্য, এই রাজ্যের হাইপ্রোফাইল মামলাগুলির মধ্যে অন্যতম হল রেশন দুর্নীতি মামলা। এই মামলায় নাম জড়িয়েছে একাধিক হেভিওয়েটের। তাঁদের মধ্যে অন্যতম হলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। এবার জামিন পাওয়ার কয়েকদিন পরেই বিধানসভায় ছুটলেন তিনি। আগামী ফেব্রুয়ারি মাসে বিধানসভার আসন্ন বাজেট অধিবেশনে বালু পুরোদস্তুর সভায় যোগ দেবেন বলে মনে করা হচ্ছে। তাহলে কি ফের রাজনীতিতে ‘পুরনো’ রূপে ফিরতে চলেছেন জ্যোতিপ্রিয়? যথাযথ সময়েই মিলবে সেই উত্তর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর