রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক! জেলমুক্তি কবে?

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের রেশন দুর্নীতির মামলায় অবশেষে জামিন পেলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। আজই ইডির  মামলায় জামিন মঞ্জুর  হয়েছে তাঁর। দীর্ঘ ১৪ মাস জেলবন্দি থাকার পর অবশেষে আজ জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। আজ এই মামলায় বিশেষ সিবিআই আদালতে জামিন পেয়েছেন তিনি।

জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)

শুরু থেকেই রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) জামিন আটকাতে মরিয়া ছিল কেন্দ্রীয় তদন্তকারী দল ইডি। আজ আদালতে জ্যোতিপ্রিয়কে জামিন দিতে গিয়ে বিচারক বললেন, ‘জ্যোতিপ্রিয় মল্লিক ১৪ মাস জেলে রয়েছেন। ইতিমধ্যেই এই মামলার অন্য অভিযুক্তরা জামিন পেয়েছেন। তাই এবার  তাঁকেও জামিন দেওয়া হল।’ প্রসঙ্গত রেশন দুর্নীতি কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত বাকিবুর রহমান, বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য সহ বেশ কয়েকজন ইতিমধ্যেই জামিন পেয়েছেন৷

জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick) শুরু থেকেই এই রেশন দুর্নীতি কাণ্ডের অন্যতম প্রধান চক্রী, বলেই দাবি করে এসেছে ইডি। তাই তাঁর বিরুদ্ধে বারবার আদালতে তুলে ধরা হয়েছে প্রভাবশালীর তকমা। এমনকি ইডি-র অভিযোগ ছিল, জ্যোতিপ্রিয়ই এই গোটা দুর্নীতির ‘রিংমাস্টার’ ছিলেন৷ নিজের প্রভাব খাটিয়ে আড়ালে থেকেই পুরো বিষয়টা পরিচালনা করেছেন তিনি৷

আরও পড়ুন: বন্ধ উৎসশ্রী পোর্টাল, শিক্ষক বদলি নিয়েও বিরাট কারচুপি? উঠে এল চাঞ্চল্যকর তথ্য

রেশন দুর্নীতি কাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষমতা বোঝাতে বিশেষ সিবিআই আদালতে প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির গঙ্গাসাগর বলেও দাবি বলেছিলেন ইডি-র আইনজীবী। তিনি বলেছিলেন, ‘গঙ্গা, ভাগীরথী ও অন‍্য শাখা প্রশাখা যেমন গঙ্গাসাগরে এসে মিশেছে, এই রেশন দুর্নীতির সমস্তটা মিশেছে জ্যোতিপ্রিয়র কাছে। তাঁর কাছে চাল বিক্রি থেকে গম বিক্রি, রেশন দুর্নীতির সব টাকা এসেছে।’

Jyotipriya Mallick

ইডি-র আইনজীবীর আরও দাবি ছিল,যে সময় এই রেশন দুর্নীতি হয়েছে, তখন জ্যোতিপ্রিয় মল্লিক নিজেও ক্ষমতাশালী ছিলেন। এমনকি জেল থেকে বেরোনোর তিনি এই মামলায় প্রভাব খাটাতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন ইডির আইনজীবী। জানা যাচ্ছে, আজই রেশন দুর্নীতি মামলায় ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন প্রাক্তন মন্ত্রী। এই মুহূর্তে কলকতার একটি বেসরকারি হাসপাতালে রয়েছেন এই প্রাক্তন মন্ত্রী। ইতিপূর্বে অসুস্থতার কারণ দেখিয়েই একাধিকবার জামিন পাওয়ার চেষ্টা করেছিলেন তিনি। যদিও এতদিন তিনি সফল হননি। তবে আজ অবশেষে প্রায় দেড় বছর পর জামিন পেলেন তিনি। তবে ঠিক কবে তাঁর জেলমুক্তি হতে চলেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর