১২-১৪ ফুটের পাঁচিল ঘেরা বালুর বেনামে বাড়ি! আসতেন মহিলারা, ২০১১ সাল থেকে কী চলত সেখানে?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি রেশন বন্টন দুর্নীতি মামলায় (Ration Scam Case) গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। আপাতত ইডি হেফাজতে কড়া জেরার মধ্যে দিয়ে দিন কাটছে মন্ত্রীমশাইয়ের। চলছে জোর তদন্ত। আর ইডির হাতে উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য।

ইডি সূত্রে খবর, এখনও পর্যন্ত, জ্যোতিপ্রিয় মল্লিকের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইডির হাতে এসেছে। এছাড়াও মন্ত্রীর প্রচুর বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্টও রয়েছে বলেও দাবি করা হচ্ছে। তবে শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্টই নয়, নামে বা বেনামে ঠিক কোথায়, কত সম্পত্তি আছে সেটাও খতিয়ে দেখছে ইডি।

এরই মধ্যে শোনা যাচ্ছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা ব্লকের মণ্ডলপাড়ায় এক বিশাল বাড়ি রয়েছে মন্ত্রীর। ২০১১ সালে ওই জমি কিনে বাড়ি তৈরী করেন জ্যোতিপ্রিয়। ২৭ কাঠা এলাকার বাড়ির চারপাশে ১২ থেকে ১৪ ফুটের পাঁচিল। ভেতরে বিরাট সাদা রঙের একখান বাড়ি। বাড়ি বা জমির মালিকানা কোনোটাই মন্ত্রীর নামে না থাকলেও, এলাকার সকলের কথায় এটা বালু দা-র বাড়ি।

আরও পড়ুন: ২ লক্ষ মানুষকে ৫ লাখ টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার! এরা পাবেন অগ্রাধিকার, এভাবে করুন আবেদন 

বিরাট ওই বাড়িতে কে থাকেন, কী চলে সেই নিয়ে আশেপাশের বাসিন্দারা কেউই অবশ্য মুখ খুলতে চান না। সূত্রের খবর অভিষেক বিশ্বাস স্মৃতিকণা বিশ্বাসের নামে রয়েছে ওই বাড়ির মালিকানা। তবে এলাকাবাসীর কাছে ওটা বালু দা-র বাড়ি।

jyotipriya ed

প্রতিবেশীদের কথায়, কখনও কখনও ওই বাড়িতে কিছু মহিলার আনাগোনা লক্ষ্য করা যেত। আবার কেউ বলছেন, ওই বাড়িতে আসা মহিলারা সেলাই-এর কাজ করতেন। সূত্রের খবর, বৃদ্ধাশ্রম বা অনাথ আশ্রম বানানোর কথা ছিল ওই জমিতে। যদিও কোনোটাই হয়নি। ওই বাড়িতে ঠিক কী চলত তা কারোরই জানা নেই।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X