জ্যোতিপ্রিয় মল্লিক ও সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে কাটমানির পোস্টার, গরু পাচারের দালাল বলে কটাক্ষ

বাংলা হান্ট ডেস্কঃ সময় বাড়ার সাথে সাথেই তৃণমূলের একের পর এক হেভিওয়েট নেতা ি নেত্রীর নামে পড়েছে কাটমানি খাওয়ার পোস্টার। এবার এই কাঠমানির খাতায় নাম লেখালেন রাজ্যের খাদ্য মন্ত্রী তথা উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ও বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

গতকাল মধ্যমগ্রামের যশোর রোডে তৃণমূলের জেলা কার্যালয়ের পাশে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে এই কাটমানি নেওয়ার পোস্টার লাগানো হয়। জেলার দুই শীর্ষ নেতার বিরুদ্ধে এ ধরনের পোস্টার পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

 

image 6

ওই পোস্টারে জ্যোতিপ্রিয় মল্লিক কে ‘গরু পাচারের দালাল ‘ও ‘চোর’ বলে সম্বোধন করা ছিলো।পরে পুলিশ সেখানে গিয়ে সেই পোস্টার ছিড়ে দেয়। যদিও তার বিরুদ্ধে এই কাটমানিী পোস্টার লাগানোর ঘটনা কে জ্যোতিপ্রিয় মল্লিক বিজেপির নোংরামো বলে দাবি করেছেন। শুধু বিজেপিই নয়, তৃণমূলের অনেক লোক এই কাজে যুক্ত আছেন বলে অভিযোগ করেন তিনি। পুলিশকে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে বলা হয়েছে। যদিও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের এই দাবি উড়িয়ে দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই তার বিরুদ্ধে এই পোস্টার।

এই একই দিনে বারাসাত স্টেশনে ১২ নম্বর রেলগেটের ভূগর্ভস্থ তে বারাসাতের সংস্থার সংসদ কাকলি ঘোষ দস্তিদার নামেও পড়ে কাটমানির পোস্টার। ভূগর্ভস্থ কাজে কাটমানি নিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার এমনই অভিযোগ করা ছিল ওই পোস্টারে। ডি ওয়াই এফ আই এর নাম ছিল ওই পোস্টারে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও বারাসাত থানায় মানহানির মামলাও দায়ের করেছেন তিনি।

সম্পর্কিত খবর