‘২৫ কেজি ওজন কমেছে, ফেটেছে মাথাও’, বিষ্ফোরক বালুর আইনজীবী, শোরগোল রাজ্যে

বাংলা হান্ট ডেস্ক : গত বছরের শেষ থেকেই রেশন দুর্নীতি (Ration Scam) মামলার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। রেশন দুর্নীতি মামলায় এখনও জেলবন্দি প্রাক্তন জ্যোতিপ্রিয় মল্লিক। তারপর থেকেই নাকি দিন দিন অসুস্থ হয়ে পড়ছেন তিনি। এইদিন বালুর অসুস্থতার কারণ দেখিয়ে জামিনেরও আবেদন করেন প্রাক্তন মন্ত্রীর আইনজীবী‌। জ্যোতিপ্রিয় (Jyotipriya Mallick) নিজেও ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন।

এইদিন আদালতে সওয়াল জবাবের সময় জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী মিলন মুখোপাধ্যায় বলেন, ‘জেলে ২৫ কেজি ওজন কমেছে জ্যোতিপ্রিয় মল্লিকের। মাথা ফেটে গিয়েছে। এদিনও রক্তপাত হয়। গ্রেপ্তারির পর প্রথম দিনই আদালতে এসে অসুস্থ হয়ে পড়েন। অ্যাপলোতে ভর্তি করা হয় তাকে। জ্যোতিপ্রিয় মল্লিকের একটা কিডনি ৭৪ শতাংশ এবং অন্যটি ২৬ শতাংশ কাজ করে।’

এছাড়াও এইদিন আইনজীবী আরও বলেন, ‘কোভিডে দুবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আইসিইউতে চিকিৎসা হয় তার। ডায়াবেটিস মূল সমস্য। এটা থেকে অন্যান্য সমস্যা হয়। ফাস্টিংয়ে সুগার হয়ে যায় ৩৭০। ক্রিয়েটিনিন স্বাভাবিকের থেকে বেশি। তার শারীরিক অবস্থা নিয়ে আমরা চিন্তিত।’

আরও পড়ুন : জোট করেও হবে না লাভ! উত্তরপ্রদেশে ৮০-র মধ্যে ৭৮টিই পাবে BJP, সমীক্ষায় গেরুয়া ঝড়ের ইঙ্গিত

আইনজীবীর বক্তব্য শুনে বিচারক জানান, ‘কিন্তু নট অ্যালার্মিং’। জবাবে আইনজীবী জানিয়েছেন, ‘অগাস্টে দ্বিগুণ ছিল’। বিচারক পাল্টা জানান, ‘পটাশিয়াম, সোডিয়াম ঠিক আছে।’ এরপরেই বালুর হয়ে তার আইনজীবী মিলন বলেন, ‘আমার মক্কেলের ওজন ৩৭ কেজি হয়ে গিয়েছে। তিনি কি অসুস্থতার ভান করছেন?’ বিচারক জানান, ‘আমি সেটা বলছি না। আমি ডাক্তার না। রিপোর্ট দেখে বলছি।’

আরও পড়ুন : ভোটের আগেই বঙ্গে শক্তি বাড়ল বিজেপির! শুভেন্দুর হাত ধরে ঘর ওয়াপসি কালিয়াগঞ্জের বিধায়কের

jyotipriya 2

এইসব সওয়াল জবাবের মাঝে আসরে নামেন ইডির আইনজীবী। কড়া ভাষায় প্রশ্ন করেন, ‘এত অসুস্থ হলে এসএসকেএম ছাড়ল কেন? একবার এসএসকেএমে গেলে আর বেরোন না। ১৫ দিন করে থেকে যায়। আদালত থেকে রিপোর্ট চাওয়ার পর আবার এক এক করে বেরিয়ে যান।’ সূত্রের খবর, আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি হবে। ঐদিন ইডি-র কাছে সমস্ত রিপোর্ট চাওয়া হয়েছে।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর