বাংলা হান্ট ডেস্কঃ ২০২৩ সালের অক্টোবর মাসে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। কেন্দ্রীয় এজেন্সি ইডির হাতে গ্রেফতার হন তিনি। এরপর থেকে একাধিকবার শারীরিক অবস্থার অবনতি হয়েছে তাঁর। এখনও বালুর শরীর ভালো নয় বলে কলকাতা হাইকোর্টে জানিয়েছেন তাঁর আইনজীবী। এবার তাঁর বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইল উচ্চ আদালত।
জ্যোতিপ্রিয়কে (Jyotipriya Mallick) নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের
মঙ্গলবার হাইকোর্টে (Calcutta High Court) জ্যোতপ্রিয়র মামলার শুনানি ছিল। এদিন তাঁর আইনজীবী মিলন মুখোপাধ্যায় দাবি করেন, গ্রেফতার হওয়ার পর থেকে তাঁর মক্কেলের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বালুর স্বাস্থ্য নিয়েও সওয়াল করেন তিনি। মিলন মুখোপাধ্যায় জানান, জ্যোতিপ্রিয়র শরীর ভালো নেই। তাঁর কিডনির সমস্যা রয়েছে। দিন দিন শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।
এখানেই না থেমে বালুর আইনজীবী বলেন, এর আগেও শারীরিক পরীক্ষার জন্য প্রেসিডেন্সি জেলে আবেদন করা হলেও কাজের কাজ হয়নি। পাল্টা ED-র আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন, বাইরে শারীরিক পরীক্ষা করানোর আগে জেলেই সেটা করানো যায় কিনা তা দেখার কথা।
আরও পড়ুনঃ চোখ রাঙাচ্ছে নিম্নচাপ! দক্ষিণবঙ্গের এই ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাসঃ আবহাওয়ার খবর
এদিনের শুনানিতে জ্যোতিপ্রিয়র (Jyotipriya Mallick) স্বাস্থ্য নিয়ে উভয় পক্ষের সওয়াল জবাব শোলেন বিচারপতি শুভ্রা ঘোষ। এরপর বালুর শারীরিক পরীক্ষার অনুমতি দেওয়া হয়। জাস্টিস ঘোষের নির্দেশ, দু’সপ্তাহের মধ্যে প্রাক্তন খাদ্যমন্ত্রীর মেডিক্যাল টেস্ট করিয়ে তার রিপোর্ট জমা করতে হবে। প্রেসিডেন্সি জেলের সুপারকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আগামী ২ আগস্ট এই মামলার আগামী শুনানি রয়েছে।
উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে ব্যবসায়ী বাকিবুর রহমানের বাড়িতে ইডি হানার পর জ্যোতিপ্রিয়র নাম প্রকাশ্যে এসেছিল। এরপর সোজা তাঁর বাড়িতে পৌঁছে যায় কেন্দ্রীয় এজেন্সির দু’টি দল। তল্লাশি অভিযান, জেরার পর গ্রেফতার করা হয় প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। এরপর থেকে জেলের চার দেওয়ালের মধ্যেই তাঁর জীবন কাটছে। একাধিকবার জামিনের আবেদন করলেও সুরাহা হয়নি বালুর।