‘কি মেনু হচ্ছে? খাবার যাতে কম না পড়ে!’, জেলের পুজোয় বড় দায়িত্বে জ্যোতিপ্ৰিয়, যা যা করছেন…

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর অক্টোবর মাসে পুজোর পর পরই রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় ইডির (ED) হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক (Jyotipriya Mallick) ওরফে বালু। তারপর থেকে জেলেই দিন কাটছে তার। মাঝে বহুবার জামিনের আবেদন করলেও সুরাহা হয়নি। পার্থর মতোই জেলের চার দেওয়ালের মধ্যে এবার পুজো কাটছে বালুরও।

জেল সূত্রে খবর, এবারেও পুজোর আগে জামিন না মেলায় হতাশায় ভেঙে পড়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন জেলের দুর্গাপ্রতিমায় মাথা ঠেকিয়ে কেঁদেই ফেলেন পার্থ। কারারক্ষীকে বলেন, ‘‌আমার মন মেজাজ কিছু ভাল নেই।’ এবার জেলের পুজোয় অংশ না নিয়ে একা নিজের সেলে বই পড়েই সময় কাটাতে চান পার্থ। তবে জ্যোতিপ্ৰিয় কিন্তু বেশ চনমনে।

সূত্রের খবর, পুজো শুরু হতেই নিজের শারীরিক সমস্যা ভুলে সকলের সাথে আনন্দ উপভোগ করছেন জ্যোতিপ্ৰিয়। এখন উৎসব পালনে ব্যস্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী। জেলের দুর্গাপুজো যাতে ভাল করে সম্পন্ন হয় সেদিকে নজর রাখছেন তিনি। দুর্গাপুজোর দিনগুলিতে জেলে কি মেনু কী হচ্ছে সেসবও শুনে নিয়েছেন। যাতে
কারও খাবার যেন কম না পড়ে সেটাও দেখছেন তিনি।

এবারে মহাষ্টমীর দিন জেলের পুজোতেই অঞ্জলিও দেবেন জ্যোতিপ্রিয়। যেখানে পুজোর কয়েকটা দিন পার্থ নিজেকে গুটিয়ে রাখছেন সেখানে একেবারে বিপরীতে জ্যোতিপ্রিয় মল্লিক। সূত্রের খবর, পুজো দিন গুলিতে নাকি তিনি আর নিজের সেলে বসে খাবার খাবেন না। বাকি বন্দিদের সঙ্গে বসেই তিনি খাবার খাবেন। খাওয়া-দাওয়ার পাশাপাশি সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দেবেন বলে জানিয়ে দিয়েছেন বালু।

partha chatterjee

আরও পড়ুন: ‘পারলে কয়েকটা..,’ মা দুর্গার পায়ে মাথা ঠেকিয়ে হাউ-হাউ করে কান্নায় ভেঙে পড়লেন পার্থ চট্টোপাধ্যায়

সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আর্জি জানিয়েছিলেন জ্যোতিপ্ৰিয়। তবে তা মঞ্জুর হয়নি। হাই ব্লাড প্রেসার ও ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তিনি। তবে পুজোর চারটে দিন শরীর খারাপ দূরে রেখে বন্দিদের সঙ্গে হৈহৈ করে কাটাবেন বলে মনঃস্থ করেছেন জ্যোতিপ্ৰিয় মল্লিক।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর