‘৬ তারিখের মধ্যে সব…’, এবার মুখ খুলে বেফাঁস জ্যোতিপ্রিয়, যা বলে ফেললেন, তোলপাড় রাজ্যে

বাংলা হান্ট ডেস্ক: রেশন দুর্নীতি মামলা (Ration Scam Case) নিয়ে তোলপাড় রাজ্য। গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। আপাতত ইডি হেফাজতে কড়া জেরার মধ্যে দিয়ে দিন কাটছে তার। চলছে তদন্ত। আর ইডির হাতে উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য।

ইডি সূত্রে খবর, সেভাবে প্রশ্নের জবাব দিচ্ছেন না বালু। বেশিরভাগই এড়িয়ে যাচ্ছেন। কখনও আবার বলছেন, ‘এত দিন আগের কথা মনে নেই’ আবার কখনও বলেছেন, “আমি জানি না, আপ্ত সহায়ক জানেন। ওদিকে ইডির দাবি, একাধিক ভুয়ো ফেডারেশন তৈরি করে চলত দুর্নীতি।

তদন্তকারী সংস্থার দাবি, ভুয়ো ফেডারেশনের তৈরী করে তার মাধ্যমে চাল কেনাবেচা চলত। আর সেই চাল কেনাবেচার টাকা ঢুকত ভুয়ো কৃষকদের অ্যাকাউন্টে। ইডি। তবে কার মদতে এই ভুয়ো কৃষক ফেডারেশন? নেপথ্যে কী আরও বড় কোনও প্রভাবশালী? গরীবের জন্য পাঠানো চাল-ময়দা কোথায় যেত? সবমিলিয়ে মন্ত্রীকে টানা আড়াই ঘণ্টা জেরা চলে ইডির।

আরও পড়ুন: SSKM এ কোন ডাক্তার মমতার চিকিৎসায় ছিলেন? নাম ও রেজিস্ট্রেশন চেয়ে RTI চিঠি স্বাস্থ্য দফতরে

তবে ইডি সূত্রে দাবি, এই সব কোনও প্রশ্নেই মন্ত্রীমশাই মুখ খোলেনি। ওদিকে শুক্রবার বিস্ফোরক দাবি করে জ্যোতিপ্রিয় জানায়, “বিজেপি আমাকে ফাঁসিয়েছে। মমতাদি সব জানে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। দুদিনের মধ্যে সব প্রকাশ্যে আসবে দুদিনের মধ্যে। ইডি হেফাজতেও নিজেকে মুক্ত বলে দাবি প্রাক্তন খাদ্যমন্ত্রীর।”

jyotipriya ed

৬ তারিখের মধ্যে সব প্রমাণ করে দেব বলে উচ্চস্বরে চিৎকার করেন মন্ত্রী। এখানেই প্রশ্ন, কিসের জোরে এমনটা বলছেন বালু? তাহলে কী সত্যিই তার বিরুদ্ধে কোনও প্রমাণ পায়নি ইডি? সবটাই ষড়যন্ত্র? কিসের খোলাসা করবেন তিনি আগামীকাল? জোড়ালো হচ্ছে জল্পনা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর