সকালের বড় খবর! এবার কারামন্ত্রী অখিল গিরিকে তলব, ১৩ তারিখ হাজিরার নির্দেশ কেন্দ্রীয় সংস্থার

বাংলা হান্ট ডেস্ক: বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) পর এবার কারামন্ত্রী অখিল গিরি (Akhil Giri)? জানা যাচ্ছে, রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি এবং তাঁর পুত্রকে নোটিস পাঠিয়েছে আয়কর দপ্তর (Income Tax Department)। এমনটাই দাবি করলেন খোদ রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

শুভেন্দু অধিকারী বলেন, ‘সংবাদমাধ্যমের থেকে খবর পেলাম এই জেলায় যে মন্ত্রী রয়েছেন, কারামন্ত্রী তিনি ইনকাম ট্যাক্সের নোটিস পেয়েছেন। তাঁর পুত্রও পেয়েছেন। ১৩ তারিখে আয়কর ভবনে ডাকা হয়েছে।’ উল্লেখ্য, বর্তমানে রাজ্যে ইডি (ED) এবং সিবিআই (CBI) তৎপর। বিভিন্ন দুর্নীতির তদন্ত চলছে। আর এরই মধ্যে বিরোধী দলনেতার মন্তব্যে তোলপাড় রাজ্য-রাজনীতি।

   

যদিও আয়কর তলবের বিষয়টি মানতে চাননি কারামন্ত্রী। বিষয়টি উড়িয়ে দিয়ে অখিল গিরি বলেন, ‘না আমরা এখনও কোনও নোটিস পাইনি। উনি তো অনেক সময় অনেক কথা বলেন। তবে আমরা নোটিস পেলে বলব। নোটিস পেলে নিশ্চিতভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা এখনও নোটিস পাইনি। তবে অনেকে এ কথা বলছেন।’

akhil giri

উল্লেখ্য, রাজনৈতিক মহলে শুভেন্দু এবং অখিলের আদায় কাঁচকলায় সম্পর্ক। একে অপরকে কোণঠাসা করতে চেষ্টার কোনও বাদ রাখেন না এই দু’জন। এবার অখিলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু। যদিও আয়কর দপ্তরের নোটিস নিয়ে স্বাভাবিকভাবে নানা জল্পনা শুরু হয়েছে। কে ঠিক বলছেন, কে ভুল বলছেন সেটা এখনও পরিষ্কার নয়। ১৩ তারিখে হাজিরা দেওয়ার জন্য অখিল ও তাঁর পুত্রকে কোনও সমন (Summon) পাঠানো হয়েছে কি না আয়কর দপ্তর সূত্রেও তেমন কোনও স্পষ্ট খবর নেই।

Avatar
Monojit

সম্পর্কিত খবর