নেপালের ১০০ টাকার নোটে নতুন মানচিত্রে অন্তর্ভুক্ত ভারতের একাধিক অংশ! শুরু হল নয়া বিতর্ক

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত চাঞ্চল্যকর বিষয় সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, নেপাল (Nepal) গত শুক্রবার নতুন ১০০ টাকার নোট ছাপানোর ঘোষণা করেছে। কিন্তু, ওই নোটে ভারতের (India) লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানি চিত্রিত একটি মানচিত্র থাকবে। ভারত ইতিমধ্যেই এই এলাকাগুলিকে নেপালের “কৃত্রিমভাবে সম্প্রসারিত” বলে অভিহিত করেছে।

মন্ত্রিসভার এই সিদ্ধান্তের বিষয়ে তথ্য দিয়ে, নেপাল সরকারের মুখপাত্র এবং তথ্য ও যোগাযোগ মন্ত্রী রেখা শর্মা সংবাদমাধ্যমকে বলেছেন, “নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল ‘প্রচণ্ড’-র সভাপতিত্বে হওয়া মন্ত্রী পরিষদের বৈঠকে নেপালের নতুন মানচিত্র ১০০ টাকার নোটে ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যেখানে লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানি অন্তর্ভুক্ত থাকবে।”

Nepal's Rs 100 note includes several parts of India on the new map.

শর্মা আরও বলেছেন, “গত ২৫ এপ্রিল এবং ২ মে-তে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রিসভা ১০০ টাকার নোটের পুনঃডিজাইন এবং ব্যাঙ্ক নোটে মুদ্রিত পুরনো মানচিত্র প্রতিস্থাপনের অনুমোদন দিয়েছে।” তবে, নেপালের এই সিদ্ধান্ত নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি নয়াদিল্লি। উল্লেখ্য যে, এর আগে নেপাল একতরফাভাবে লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরাকে নিজেদের এলাকা হিসেবে ঘোষণা করেছিল।

আরও পড়ুন: “ও খাঁটি সোনা”, দেবের মুখে এবার হিরণের স্তুতি! জানালেন….

২০২০ সালে মানচিত্র আপডেট করেছে নেপাল: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০২০ সালের ১৮ জুন নেপাল লিপুলেখ, কালাপানি এবং লিম্পিয়াধুরার তিনটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলকে অন্তর্ভুক্ত করার জন্য তার সংবিধান সংশোধন করে দেশের রাজনৈতিক মানচিত্র আপডেট করার প্রক্রিয়া সম্পন্ন করে। এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ভারত সেটিকে “একতরফা কাজ” বলে বর্ণনা করে বলেছিল যে, “নেপালের আঞ্চলিক দাবির ‘কৃত্রিম পরিবর্ধন’ টেকসই নয়।”

আরও পড়ুন: সঙ্কটে আম্বানি! একদিনেই ডুবল ৪৩ হাজার কোটি টাকা, সামনে এল কারণ

প্রসঙ্গত উল্লেখ্য যে, লিপুলেখ, কালাপানি এবং লিম্পিয়াধুরার ওপর ভারতের নিয়ন্ত্রণ রয়েছে এবং ঐতিহাসিকভাবে ৩ টি এলাকাই ভারতের কাছে রয়েছে। ভারত নেপালের সাথে ১,৮৫০ কিলোমিটারেরও বেশি সীমানা ভাগ করে নিয়েছে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, পশ্চিমবঙ্গ এবং বিহার সহ দেশের পাঁচটি রাজ্য নেপালের সীমান্তে অবস্থিত রয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর