কলকাতায় যখন ১২ ডিগ্রি সেই সময়ই SSKM-র বিছানা ছাড়তে হল জ্যোতিপ্ৰিয়কে, কি হল হঠাৎ?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ একদিকে যখন হাড় কাঁপানো ঠান্ডায় জুবুথুবু কলকাতাবাসী, সেই সময়ই এসএসকেএম-এর (SSKM) গরম বিছানা ছেড়ে জেলে ফিরতে হল জ্যোতিপ্ৰিয়কে (Jyotipriya Mallick)। শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় রেশন বন্টন দুর্নীতি (Ration Scam) মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিককে। এরপর রাতেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে ফেরানো হয় মন্ত্রীকে।

সূত্রের খবর, কলকাতার হাড় কাঁপানো ঠান্ডা থেকে বাঁচতে সেলে ৬টি কম্বল দেওয়া হয়েছে জ্যোতিপ্ৰিয় ওরফে বালুকে। সেলে মেঝেতে পেতে শোয়ার জন্য এবং গায়ে দেওয়ার জন্য মোট ৬টি কম্বল দেওয়া হয়েছে মন্ত্রীকে। জানা গিয়েছে, প্রেসিডেন্সি জেলের পহেলা বাইশের সেলে রাখা হয়েছে জ্যোতিপ্ৰিয় মল্লিককে। উল্লেখ্য, এর আগেও গত অক্টোবর মাসে গ্রেফতারির পর এই সেলেই ছিলেন জ্যোতিপ্ৰিয়।

উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় গত ২৬ অক্টোবর ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন জ্যোতিপ্রিয়। গ্রেফতারির পর দিনই অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্ৰিয়। এরপর ১৪ দিন ইডি হেফাজত শেষে প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়েছিল বালুকে। প্রথম থেকেই নিজের অসুস্থতার কথা জানিয়ে এসেছেন জ্যোতিপ্রিয়। আদালতে দাঁড়িয়ে এমনকি সাংবাদিকদের সামনেও নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন তিনি।

পরে জেলযাত্রার ৯ দিনের মাথায় গত নভেম্বরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্ৰিয়। তড়িঘড়ি SSKM হাসপাতালে ভর্তি করেনো হয় মন্ত্রীকে। শ্বাসকষ্ট, রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিক বৃদ্ধি, হৃদযন্ত্রে সমস্যা, অস্বাভাবিক হার্ট রেট সহ একাধিক সমস্যা নিয়ে এসএসকেএম এ ভর্তি জন জ্যোতিপ্ৰিয়।

আরও পড়ুন: ‘সুযোগ পেলে আবারও চাকরির সুপারিশ করব তবে…’, বাড়িতে ED হানার পরও অকপট তাপস রায়

সেই গত বছর নভেম্বর থেকে এতদিন এসএসকেএম হাসপাতালেই ছিলেন জ্যোতিপ্রিয়। তবে সম্প্রতি আদালতের নির্দেশে সমস্ত কিছু ওলোটপালোট হয়ে গেল। এসএসকেএম হাসপাতালে হাই প্রোফাইলদের ‘আতিথিয়েতা’ নিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’কে শিশুদের জন্য বরাদ্দ শয্যায় রাখা নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। এরপর অভিযোগের ভিত্তিতে এসএসকেএম এ কোন কোন বা হাই প্রোফাইল ভর্তি আছেন? রিপোর্ট আকারে তা রাজ্যকে জানানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের (Chief Justice Justice T. S. Sivagnanam) ডিভিশন বেঞ্চ।

jyotipriya ed 7

আর এসবের মধ্যেই এবার কাকু না হলেও বালুকে ছেড়ে দিল এসএসকেএম হাসপাতাল। প্রসঙ্গত, এর আগে বালুর অসুস্থতা নিয়ে গুরুতর কিছু শোনা যায়নি। এসএসকেএম এ মন্ত্রীকে স্বাভাবিক দেখাচ্ছিল। কখনও আবার জানালা দিয়ে হাসতেও দেখা গিয়েছে। যদিও হাসপাতাল রিপোর্ট দিয়ে বলছিল, মন্ত্রী অসুস্থ। তবে এসবের মধ্যেই এবার এসএসকেএম ছেড়ে দিল জ্যোতিপ্রিয়কে। সাত সপ্তাহ পর ফের নিজের পুরোনো ঠিকানায় ফিরলেন মন্ত্রীমশাই।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X