স্বমহিমায় মন্ত্রিসভায় ফিরছেন জেল ফেরত জ্যোতিপ্রিয়? জল্পনা উস্কে মমতা বলেই ফেললেন, ওকে…

বাংলা হান্ট ডেস্কঃ রেশন দুর্নীতি মামলায় দু’বছর জেলবন্দি থাকার পর সদ্য জামিনে মুক্তি পেয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। এরই মধ্যে রাজ্যের মন্ত্রিসভায় রদবদল নিয়ে তৈরি হয়েছে বিরাট জল্পনা। জেল থেকে ফেরত আসার পরেও রাজ্যে প্রভাব কমেনি বালু, ওরফে জ্যোতিপ্রিয় মল্লিকের। এবার স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) থেকেও একপ্রকার ক্লিনচিট  পেয়ে গিয়েছেন তিনি। তাই আগামীদিনে মন্ত্রিসভার রদবদলের পর জ্যোতিপ্রিয়কে আবার মন্ত্রিসভায় ফেরানো হবে কিনা তা নিয়ে আমজনতার মধ্যে তো বটেই দলের অভ্যন্তরেও তৈরি হয়েছে শুরু হয়েছে ব্যাপক জল্পনা।

জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick) নিয়ে বিস্ফোরক মমতা

বাজেট অধিবেশনের আগে সোমবার বিধানসভায় পরিষদীয় দলের বৈঠক ডেকেছিলেন তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর ওই বৈঠকে জল্পনা উস্কে দিয়ে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বালুর বিরুদ্ধে কোন দুর্নীতির তথ্য প্রমাণ দিতে পারেনি ইডি। তাই ও জামিন পেয়েছে। এখানেই শেষ নয়, এদিন মুখ্যমন্ত্রী আরও বললেন, ‘রাজনৈতিক কারণে ওকে আড়াই বছর জেলে আটকে রাখল।’ শুধু তাই নয় এদিন প্রিয় বালুর (Jyotipriya Mallick) শারীরিক অবস্থার খোঁজখবরও নিলেন মমতা। যা দেখে অনেকেই মনে করছেন জ্যোতিপ্রিয়কে আবার মন্ত্রিসভায় ফেরাতে পারেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: বাংলাদেশি অনুপ্রবেশকারী থেকে তৃণমূলের পঞ্চায়েত প্রধান! এবার বড় পদক্ষেপ লাভলির বিরুদ্ধে

বাংলায় রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল সরকার গঠনের সময় থেকেই মন্ত্রিসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি থাকার পাশাপাশি রাজ্যের খাদ্যমন্ত্রী ছিলেন তিনি। তবে একুশের বিধানসভা ভোটের পর এক ধাক্কায় তার ছাঁটাই করা হয় তাঁর অনেক দায়িত্ব। জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় বালুকে। একইসঙ্গে মন্ত্রিসভাতেও তাঁর কদর কমে যায় অনেকটা। খাদ্য দফতর থেকে সরাসরি বন দফতরে পাঠিয়ে দেওয়া হয় তাঁকে। এহেন ‘প্রভাবশালী’ বালুকে ইডি হেফাজতে নেওয়ার পরেও কিছুদিন তাঁকে মন্ত্রিসভা থেকে সরানো হয়নি। পরে বালুকে মন্ত্রিসভা থেকে সরিয়ে বন দফতরের প্রতি মন্ত্রী বীরবাহা হাঁসদাকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতি মন্ত্রী করা হয়।

Ration scam accused Jyotipriya Mallick is visiting Harba soon

এখন প্রশ্ন হল জ্যোতিপ্রিয় মল্লিক কি মন্ত্রিসভায় ফিরছেন? 

প্রসঙ্গত গত বছর অর্থাৎ ২০২৪ এর লোকসভা নির্বাচনের পর থেকে রাজ্য মন্ত্রিসভার রদবদল নিয়ে শুরু হয়েছে ব্যাপক চর্চা। তৃণমূলের ঘরোয়া মহলে যে  আলোচনা চলছে তাকে নিছক জল্পনা বললে হয়তো লঘু করা হবে। কারণ এই ব্যাপারে উপরের সারিতে একটা চর্চা রয়েছে বলেই খবর। এই নিয়ে অবশ্য  বাইরে কিছু বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিসভায় রদবদল হবে কিনা তা তাঁর নিজের অগ্রাধিকার ও এক্তিয়ারের মধ্যেই পড়ে। তবে তৃণমূলের একাংশের ধারণা ফেব্রুয়ারি মাসেই তৃণমূলের রদ বদলের একটা সম্ভাবনা রয়েছে। এবার পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রী যেভাবে জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick) ক্লিনচিট  দিলেন তাতে দলের অনেকেই মনে করছেন মন্ত্রিসভায় তাঁর কামব্যাক করা এখন শুধু সময়ের অপেক্ষা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর