বাংলা হান্ট ডেস্কঃ রক্তে বেড়েছে শর্করার পরিমাণ। বেজায় অসুস্থ রেশন দুর্নীতিতে (Ration Scam) ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক (Jyotipriya Mallick)। তাই শেষমেষ জেলযাত্রার ৯ দিনের মাথায় মঙ্গলবার সন্ধ্যায় তাকে SSKM হাসপাতালে ভর্তি করেনো হল।
আশঙ্কা ছিলই
প্রসঙ্গত, গ্রেফতারির পর থেকেই নিজের অসুস্থতার কথা জানিয়েছেন জ্যোতিপ্ৰিয়। অবশেষে ইচ্ছাপূরণ। গত ২৭ অক্টোবর গ্রেফতারির পরদিন তাকে নিম্ন আদালতে পেশ করতেই তিনি অসুস্থ হয়ে যান। পরে যদিও টানা চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন। গত সপ্তাহে সিজিও থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার বাম হাত ও পা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাওয়ার আশঙ্কা করেছিলেন জ্যোতিপ্রিয়। মৃত্যুর কথাও উঠে এসেছিল বনমন্ত্রীর মুখে।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির যে সব মামলা ছেড়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়…
রিপোর্টে ‘ফিজিক্যালি আনফিট’
এরই মধ্যে গত বৃহস্পতিবার প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষ রিপোর্ট দিয়ে জানায় জ্যোতিপ্ৰিয় ‘ফিজিক্যালি আনফিট’ (Physically Unfit)। তাই সশরীরে আদালতেও পেশ করানো যাবেনা। ভারচুয়াল শুনানির মাধ্যমে আদালতে পেশ করানো হলে আদালতে কাতর আর্জি করে মন্ত্রী বলেন, ‘স্যর, আমাকে বাঁচতে দিন।’
‘আমি অসুস্থ’, মন্ত্রীর কাতর আর্জি
বিচারকের কাছে জ্যোতিপ্ৰিয় বলেন, ‘আমি অসুস্থ। পায়ে সমস্যা হচ্ছে। হাত-পা কিছুই কাজ করছে না। আমার সাড়ে তিনশোরও বেশি সুগার।’ যদিও সেই সময় মন্ত্রীর কথায় কর্ণপাত করেনি আদালত। জেল কর্তৃপক্ষও জানিয়েছিল এখনই তাকে আদালতে পেশ করার কোনও প্রয়োজন নেই। তবে এরই মধ্যে অসুস্থ হয়ে পড়লেন মন্ত্রীমশাই।
সত্যিই অসুস্থ হয়ে পড়লেন মন্ত্রীমশাই
প্রেসিডেন্সি জেল সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার বিকেলে মন্ত্রীর রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিক বৃদ্ধি পায়। হৃদযন্ত্রে সমস্যা রয়েছে। মন্ত্রীর হার্ট রেটও অস্বাভাবিক। বিকেলে তাকে অক্সিজেনও দেওয়া হয়। এরপরই তড়িঘড়ি মন্ত্রীকে SSKM হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
আরও পড়ুন: দুয়ারে শীত! দু-দিনেই দক্ষিণবঙ্গের ৫ জেলার তাপমাত্রা পৌঁছবে ১৫ ডিগ্রিতে, ওয়েদার আপডেট
ভর্তি হৃদরোগ বিভাগের এমারজেন্সিতে
গতকাল SSKM-র হৃদরোগ বিভাগের এমারজেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে তাকে। হাসপাতা সূত্রে খবর, এসএসকেএম এর কার্ডিওলজি বিল্ডিংয়ের ৫ নম্বর কেবিনে মন্ত্রীকে ভর্তি করা হয়েছে। আপাতত হাসপাতালেই রয়েছেন মন্ত্রী। গতকালই তার একাধিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তবে কী কারণে জ্যোতিপ্রিয়র হঠাৎ এই অসুস্থতা সেই বিষয়ে আপাতত কিছু জানা যায়নি।