বাংলা হান্ট ডেস্কঃ জ্যোতিপ্ৰিয়র শারীরিক অবস্থার কী আরও অবনতি হচ্ছে? হাসপাতাল সূত্রে খবর, শরীরের বাঁ দিকে ফের অসাড়তা অনুভব করছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তবে বারংবার কেন এমন টা হচ্ছে সেটাই এবার পরীক্ষা করে দেখতে চাইছেন চিকিৎসকেরা। অসুস্থ রেশন দুর্নীতিতে (Ration Scam) ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক (Jyotipriya Mallick)। রক্তে বেড়েছে শর্করার পরিমাণ। এছাড়াও শরীরে আরও একাধিক সমস্যা রয়েছে। তাই শেষমেষ জেলযাত্রার ৯ দিনের মাথায় গত মঙ্গলবার সন্ধ্যায় তাকে SSKM হাসপাতালে ভর্তি করানো হয়।
গ্রেফতারির দিন থেকেই অসুস্থ
এই প্রথম নয়, গ্রেফতারির পর থেকেই নিজের অসুস্থতার কথা জানিয়ে আসছেন জ্যোতিপ্ৰিয়। কখনও মিডিয়ার সামনে কখনও আদালতে নিজের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জ্যোতিপ্ৰিয়। গত ২৭ অক্টোবর গ্রেফতারির পরদিন তাকে নিম্ন আদালতে পেশ করতেই তিনি অসুস্থ হয়ে যান। পরে যদিও টানা চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন। গত সপ্তাহে সিজিও থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার বাম হাত ও পা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাওয়ার আশঙ্কা করেছিলেন জ্যোতিপ্রিয়। মৃত্যুর কথাও উঠে এসেছিল বনমন্ত্রীর মুখে।
জ্যোতিপ্ৰিয়র চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করল SSKM
কিন্তু কেন বারবার শরীরের বাঁ দিকে সমস্যা হচ্ছে মন্ত্রীর? সেই কারণ খুঁজতেই বুধবার স্নায়ু রোগ, এন্ডোক্রিনোলজি, মেডিসিন, নেফ্রোলজি, ইউরোলজি, কার্ডিওলজি বিভাগের চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে জ্যোতিপ্ৰিয়র চিকিৎসার জন্য।
আরও পড়ুন: ২ দিনেই ১৫ ডিগ্রিতে নামবে তাপমাত্রা! দক্ষিণবঙ্গের ৫ জেলায় সতর্কতা, স্পেশাল বুলেটিন হাওয়া অফিসের
গত বৃহস্পতিবার প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষ রিপোর্ট দিয়ে জানায় জ্যোতিপ্ৰিয় ‘ফিজিক্যালি আনফিট’ (Physically Unfit)। তাই সশরীরে আদালতেও পেশ করানো যাবেনা। ভারচুয়াল শুনানির মাধ্যমে আদালতে পেশ করানো হলে আদালতে কাতর আর্জি করে মন্ত্রী বলেন, ‘স্যর, আমাকে বাঁচতে দিন।’
ঠিক কী হয়েছিল
প্রেসিডেন্সি জেল সূত্রে জানা যাচ্ছে, গত মঙ্গলবার বিকেলে মন্ত্রীর রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিক বৃদ্ধি পায়। হৃদযন্ত্রে সমস্যা রয়েছে। মন্ত্রীর হার্ট রেটও অস্বাভাবিক। বিকেলে তাকে অক্সিজেনও দেওয়া হয়। তবে তাতেও পরিস্থিতি আয়ত্তে আসেনি। এরপরই তড়িঘড়ি মন্ত্রীকে SSKM হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
ইচ্ছাপূরণ! SSKM-এ জ্যোতিপ্ৰিয়
প্রথমে SSKM হাসপাতালের হৃদরোগ বিভাগের এমারজেন্সিতে নিয়ে যাওয়া হয় তাকে। কার্ডিওলজি বিল্ডিংয়ের ৫ নম্বর কেবিনে মন্ত্রীকে ভর্তি করা হয়। সেদিনই বিকেল সাড়ে পাঁচটা থেকে আড়াই ঘণ্টা চিকিৎসকের পর্যবেক্ষণে থাকার পর রাত আটটা নাগাদ কার্ডিওলজি ব্লকের পাঁচ নম্বর কেবিনে ভর্তি করা হয় তাকে। যদিও কার্ডিওলজি ব্লকে ভর্তি হয়েও কার্ডিওলজির চিকিৎসকদের তত্ত্বাবধানে নেই তিনি। নিউরো মেডিসিন এবং মেডিসিন বিভাগের তত্ত্বাবধানে রয়েছেন রেশন দুর্নীতিতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক। বুধবার বিকেলে তার মস্তিষ্ক ও শিরদাঁড়ার এমআরআই করা হয়েছে।