বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি (SSC), প্রাইমারি টেট (Primary TET) থেকে শুরু করে কয়লা পাচার কাণ্ডে সাম্প্রতিককালে সিবিআই ও ইডির মতো কেন্দ্রীয় এজেন্সি গুলির জেরার মুখে ক্রমশ পড়তে হয়েছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) একাধিক নেতা নেত্রীকে। অতীতেও একাধিকবার বিজেপির (BJP) বিরুদ্ধে কেন্দ্র এজেন্সি গুলিকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার কারণে ব্যবহারের অভিযোগ তোলে ঘাসফুল শিবির আর এবার সেই আক্রমণের সুর আরো চড়িয়ে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) দাবি, “ইডি, সিবিআই কিংবা ইনকাম ট্যাক্স ডাকে ডাকুক, যদি আমাকে যেতে হয়, তবে বিজেপি নেতাদেরও নিয়ে যাব।” একইসঙ্গে সিপিএমকেও তুলোধোনা করলেন তিনি।
গত শনিবার হাবরার ৫ নম্বর ওয়ার্ড এলাকার দলীয় কার্যালয়ের একটি অনুষ্ঠানে উপস্থিত হন জ্যোতিপ্রিয় মল্লিক। অনুষ্ঠানে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের বনমন্ত্রী। সেখান থেকেই কেন্দ্রীয় এজেন্সিগুলিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জ্যোতিপ্রিয়বাবু জানান, “কেন্দ্রীয় এজেন্সিগুলির ভয় দেখিয়ে কোনও লাভ হবে না। আমাকে ডাকলে ডাকুক, যদি যেতে হয় তবে সঙ্গে করে বিজেপি নেতাদেরও নিয়ে যাব।”
সম্প্রতি, দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠককে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে একের পর এক কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা। এই বৈঠককে তৃণমূল-বিজেপি আঁতাত বলেও আখ্যা দিয়েছে তারা। সেই প্রসঙ্গটিকে উল্লেখ করে তৃণমূল কংগ্রেস নেতা বলেন, “বলার মত দুজন রয়েছে। সুজন চক্রবর্তী এবং মহম্মদ সেলিম। ওদের স্ট্যান্ডার্ড একটু দেখে নেওয়া দরকার।” একই সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে কটাক্ষ করেও তাঁর দাবি, “আপনারা রাজনৈতিক কালচার একটু শিখে নিন। যে সকল মন্তব্য করে চলেছেন, তা লজ্জাজনক।”
উল্লেখ্য, সম্প্রতি সিএএ নিয়ে বিজেপি নেতা অসীম সরকার একাধিক মন্তব্য করেন। একই সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক এবং চন্দ্রিমা ভট্টাচার্যকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দ্বারা তলব করা হতে পারে বলেও দাবি করেন অসীম সরকার। তবে গত শনিবার বিজেপি নেতার বক্তব্যের পাল্টা হিসেবে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “ওর কোনরকম বুদ্ধি নেই। আমরা মানুষের ভোটে জয়লাভ করেছি। তাদের সকলের ভোটের অধিকার রয়েছে। তাই সিএএ-র প্রয়োজন রয়েছে বলে আমার মনে হয় না।” একইসঙ্গে কেন্দ্রীয় এজেন্সি প্রসঙ্গে তিনি জানান, “সিবিআই কিংবা ইডি দিয়ে ভয় দেখিয়ে কোন লাভ নেই। যদি আমাকে ডাকে, তাহলে ডাকতে পারে। আমি সঙ্গে করে বিজেপি নেতাদেরও নিয়ে যাব।”