বাংলা হান্ট ডেস্কঃ বদলে গেল বালুর রূপ! ৪ দিনের জেল হেফাজত শেষে বৃহস্পতিবার রেশন দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিককে (Jyotipriya Mallick) ভারচুয়াল শুনানির মাধ্যমে আদালতে পেশ করা হয়। পূর্বে নিজেকে ‘মুক্ত’ বলে দাবি করলেও এদিন শুনানিতে রীতিমতো ভেঙে পড়েন জ্যোতিপ্ৰিয়। আদালতে কাতর আর্জি করে মন্ত্রী বলেন, ‘স্যর, আমাকে বাঁচতে দিন।’
প্রসঙ্গত, গ্রেফতারির পর থেকেই নিজের অসুস্থতার কথা জানিয়েছেন জ্যোতিপ্ৰিয়। গত সপ্তাহে সিজিও থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার বাম হাত ও পা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাওয়ার আশঙ্কা করেছিলেন। মৃত্যুর কথাও উঠে এসেছিল বনমন্ত্রীর মুখে। এদিকে আজই প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষ রিপোর্ট দিয়ে জানান জ্যোতিপ্ৰিয় ‘ফিজিক্যালি আনফিট’ (Physically Unfit)।
শারীরিক অসুস্থতার জেরেই এদিন মন্ত্রীকে সশরীরে আদালতে পেশ করা সম্ভব হয়নি। এদিন বিচারক জ্যোতিপ্রিয়র কাছে তার সমস্যার কথা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমি একজন আইনজীবী। কলকাতা হাই কোর্ট ও ব্যাঙ্কশাল কোর্টের সদস্য। আমি অসুস্থ। পায়ে সমস্যা হচ্ছে। হাত-পা কিছুই কাজ করছে না। আমার সাড়ে তিনশোরও বেশি সুগার।’
আরও পড়ুন: সুপ্রিম নির্দেশ! শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় এবার ময়দানে নামবে কলকাতা হাইকোর্ট
এরপরই আদালতের কাছে কাতর আর্জি করে মন্ত্রী বলেন, ‘স্যর, আমাকে বাঁচতে দিন।’ ওদিকে জ্যোতিপ্ৰিয়র কথা মাঝপথে থামিয়ে পাল্টা বিচারপতি বলেন, ‘আপনি নিজেকে যখন আইনজীবী হিসেবে দাবি করছেন, তখন আপনি নিশ্চয়ই জেল এবং আদালতের এক্তিয়ার সম্পর্কে অবগত।’
এদিনও জ্যোতিপ্ৰিয়র আইনজীবী তরফে তার মক্কেলের অসুস্থতার কথা উল্লেখ করা হয়। পাশাপাশি মন্ত্রীর সমস্যার কথা জানিয়ে তার সেলে খাট এবং টেবিল দেওয়ার আবেদন জানানো হয়। বিচারক জানান, ‘এটা জেলের এক্তিয়ার। জেল কর্তৃপক্ষ এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।’ এদিনের শুনানিতে রেশন দুর্নীতি মামলার তদন্তে জেলে গিয়ে জ্যোতিপ্ৰিয়কে জেরা করার আবেদন জানায় ইডি।