ওদের গুন্ডামি বন্ধ করতে বলব! সুকান্ত, শুভেন্দুকে কড়া ভাষায় হুঁশিয়ারি জ্যোতিপ্রিয় মল্লিকের

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে কড়া ভাষায় আক্রমণ করলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি গেরুয়া শিবিরের দুই নেতাকে গুন্ডামি বন্ধ করার নির্দেশও দেন তৃণমূলের। গোবরডাঙায় তৃণমূলের অঞ্চল সভাপতি কল্যাণ দত্তের উপর হামলার অভিযোগ ওঠে তার খুড়তুতো ভাই জয়দীপ দত্তর বিরুদ্ধে। এরপর কলকাতার অ্যাপোলো হসপিটালে তাকে ভর্তি করা হলে সেখানে উপস্থিত হন জ্যোতিপ্রিয় মল্লিক।

এদিন ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “গতকাল খবর পাওয়ার পর আজ আমি দেখতে আসি। আপাতত খবর অনুযায়ী, ইন্টার্নাল ইনজুরি হয়েছে। কিন্তু এই ঘটনার পেছনে কারণ কি, তা জানতে হবে। তবে বর্তমানে বিজেপির অভ্যাস হয়েছে, যদি তাদের কোনো কর্মী মারা যায় তাহলে বলবে তৃণমূল মেরেছে আর তৃণমূল কর্মীরা মরলেও বলবে গোষ্ঠীদ্বন্দ্বে মারা গিয়েছে।”

এরপরেই তিনি শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে উদ্দেশ্য করে বলেন যে, “এই দুটি ব্যক্তি বাংলাকে উত্তপ্ত করার চেষ্টা করছে। এদের কোনো ক্ষমতা নেই, কিন্তু পরিস্থিতি উত্তপ্ত করার জন্য তারা যেকোনো মানুষকে খুন করতে পারে।” তাদের কথাতেই যে বিজেপি কর্মী এবং গুন্ডারা এই অপরাধগুলি ঘটাচ্ছে, সে বিষয়ে জানান জ্যোতিপ্রিয়। তিনি জানান যে, “বিজেপি লিডার এবং কর্মীদের হাতে প্রচুর অস্ত্র রয়েছে। বর্তমানে তারা রামপুরহাট বিতর্ককে সামনে রেখে চলেছে। কিন্তু এটা বলতেই হবে যে, চোরের মায়ের বড় গলা। আইনকে আইনের পথে চলতে দিন।”

জ্যোতিপ্রিয় জানান, “পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল সম্পাদককে পিটিয়ে মেরে ফেলা যে হয়েছিল তা এই বিজেপি লিডাররাই করেছিলো। তার মামলা এখনো চলছে।” এরপরে জ্যোতিপ্রিয় মল্লিক আক্রমণের সুরে বলেন যে, দলের কর্মীরা রাস্তায় অবরোধ করতে নামছে কিন্তু তাদের বলতে চাই রাস্তা অবরোধ না করতে এবং বিজেপি নেতাদেরও আমি এই ধরনের গুন্ডামি করা থেকে বিরত থাকতে বলবো।


Sayan Das

সম্পর্কিত খবর