বাংলা হান্ট ডেস্কঃ কমান্ড হাসপাতালের আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) চিকিৎসা আপাতত কমান্ড হাসপাতালেই চলবে। তাতে কোনও বাধা নেই বলে জানিয়ে দিল আদালত।
প্রসঙ্গত, সম্প্রতি রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে (Ration Scam Case) গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গত শুক্রবার তাকে নিম্ন আদালতে পেশ করতেই অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় ওরফে বালু। তড়িঘড়ি মন্ত্রীকে নিয়ে যাওয়া হয় এক বেসরকারি হাসপাতালে।
সেই সময় নিম্ন আদালতের বিচারক নির্দেশ দিয়ে বলেন, জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসার জন্য কমান্ড হাসপাতাল মেডিক্যাল বোর্ড গঠন করবে যা যা পদক্ষেপ নেওয়া দরকার তাই করবেন। ২৪ ঘণ্টার মধ্যে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দেন বিচারপতি। অন্যদিকে বেসরকারি হাসপাতালের প্রায় ৭৬ ঘণ্টা চিকিত্সা চলার পর সুস্থ হন মন্ত্রী। সোমবার রাতে ১০টা নাগাদ ইডি দফতরে নিয়ে যাওয়া হয় জ্যোতিপ্রিয়কে।
আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর! বিরাট আপডেট দিল সংসদ, জারি হল বিজ্ঞপ্তি
তবে মন্ত্রীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। আদালতের নির্দেশ মেনে বুধবারও তাকে নিয়ে যাওয়া হয় কমান্ড হাসপাতালে। তবে মন্ত্রীর চিকিৎসায় ক্ষেত্রে সমস্যার কথা জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় হাসপাতাল কর্তৃপক্ষের।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি ছিল, শুধুমাত্র প্রতিরক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য কমান্ড হাসপাতাল। সেখানে অন্যদের চিকিৎসা করলে সমস্যার সৃষ্টি হয়। চাপও বাড়ে। এই নিয়েই আদালতের দ্বারস্থ হয় হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিচারপতি মধুরেশ প্রসাদের এজলাসে এই মামলাটির শুনানি ছিল।
এদিন বিচারপতি প্রসাদ সাফ জানিয়ে দেন, এই বিষয়ে ইডির বক্তব্য না শুনে কমান্ড হাসপাতালের আর্জির পরিপ্রেক্ষিতে কোনও সিদ্ধান্তে নেওয়া ঠিক হবে না। আগামী ৮ নভেম্বর জ্যোতিপ্রিয় মামলার পরবর্তী শুনানির দিন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত ৮ নভেম্বর পর্যন্ত কমান্ড হাসপাতালেই ধৃত মন্ত্রীর চিকিৎসা করা যাবে বলে জানিয়েছে আদালত।