বাংলা হান্ট ডেস্ক: নয়া কর্পোরেশন হচ্ছে বারাকপুর৷ বারাকপুর কর্পোরেশনের আওতায় ৮ পুরসভা৷ আওতায় পড়ছে কাঁচরাপাড়া, হালিশহর পুরসভা,নৈহাটি, ভাটপাড়া, গারুলিয়া পুরসভা, উঃ বারাকপুর, বারাকপুর ও টিটাগড়৷ ৮ পুরপ্রধানকে চিঠি মহকুমাশাসকের৷ কর্পোরেশনে অন্তর্ভুক্ত হতে পারে দুই পঞ্চায়েতও৷ ঢুকতে পারে শিউলি ও মোহনপুর পঞ্চায়েত৷ কর্পোরেশনের দফতর হতে পারে বারাকপুরে৷ এই নিয়েই BJP ও তৃণমূল কংগ্রেসের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যার প্রধান দুই হোতা হয়েছেন অর্জুন সিং ও জ্যোতিপ্রিয় মল্লিক।
রাজ্য সরকারের ব্যারাকপুরে পৌরনিগম গঠন করার পদক্ষেপ কে এলাকার বিজেপি সাংসদ অর্জুন সিং তীব্র কটাক্ষ করেছেন। তিনি বলেন, “তৃণমূল সরকার পৌরনিগম করছে করুক। রাজ্যে তো BJP আসবে। তখন আমরা বিষয়টি দেখে নেব।” এই প্রসঙ্গ টেনে জ্যোতিপ্রিয় মল্লিক কে প্রশ্ন করা হলে, তিনি রীতিমতন বিবৃতি দিয়ে বলেন বলেন, “একটা অশিক্ষিত, মূর্খ। আমাকে ওর কথা বলতে আসবেন না। কত পর্যন্ত ওর দম রয়েছে তা আমার জানা এবং ওরে এই দম কোথায় গিয়ে শেষ হয়েছে সেটাও আমি জানি। ও ভেবেছে বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষকে আক্রমণ করে সেখানে দু’টি বোমা মেরে তৃণমূলকে থামানো যাবে। কিন্তু এটা কোনদিনই হবে না। কত ধানে কত চাল হয় সেটা আমরা অর্জুন সিং কে সরাসরি বুঝিয়ে দেব। আর ওর সাথে লড়াই করার জন্য আমাদের ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাসই যথেষ্ট।”
প্রসঙ্গত অন্যদিকে আবার জ্যোতিপ্রিয় কে বাক্যবাণে তীব্র আক্রমণ করেছেন অর্জুন সিং। তিনি বলেন, “জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে এমন ধরনের কথাবার্তা আশা করা আবশ্যিক কারণ মানসিক ভারসাম্য হারিয়ে গেছে। মাথা খারাপ হয়ে গেছে। আমি ওর পরিবারের প্রতি দয়াশীল হয়ে বলছি জানি না কীভাবে এমন একজনের সঙ্গে তারা দিন কাটাচ্ছে। কারণ ও তো একটা লম্পট।”