বাংলা হান্ট ডেস্কঃ করোনায় আক্রান্ত হলেন রাজ্যের আরও এক মন্ত্রী। শরীরে মৃদু উপসর্গ দেখা দেওয়ার পর খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriyo Mullick) বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে দমকল মন্ত্রী সুজিত বসু এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি এবং বস্ত্র শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ করোনায় আক্রান্ত হয়েছিলেন। যদিও ওনারা দুজনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আরেকদিকে বাংলায় নতুন করে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গতকাল শনিবার ৩ হাজার ৪২ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। আজ সেই সংখ্যাটা কিছুটা বেড়ে ৩ হাজার ৮৭ হয়েছে। তবে রাজ্যে সুস্থতার হারও বৃদ্ধি পেয়েছে। রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজারেরও বেশি মানুষের করোনার পরীক্ষা করানো হয়েছে। আবারও রাজ্যের মৃতের সংখ্যাও কমেছে। রবিবার রাজ্যে ৫২ জনের মৃত্যু হয়েছে করোনায়। সেটা গতকাল শনিবার ছিল ৫৮। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৮০ হাজার ৭৮৮।