দেশবাসীর রক্ষা করা সবার দায়িত্ব, করোনা থেকে সেরে উঠে প্লাজমা দান করে বললেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপির (Bharatiya Janata Party) নেতা তথা রাজ্যসভার সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) বৃহস্পতিবার প্লাজমা দান করেন। উল্লেখ্য, যারা করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠছেন তাদের কাছে সরকার আবেদন করে বলেছে যে, তাঁরা যেন প্লাজমা দান করে। এতে একজন করোনা রোগী যেমন সুস্থ হয়ে উঠবে, তেমনই দেশও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। প্লাজমা দান করে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, দেশবাসীর সুরক্ষা করা আমাদের সবার দায়িত্ব।

Jyotiraditya Scindia 1

আপনাদের জানিয়ে দিই, জুন মাসের প্রথম সপ্তাহে বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং ওনার মা করোনায় আক্রান্ত হন। এরপর ওনাদের চিকিৎসার জন্য দিল্লীর ম্যাক্সে ভর্তি করানো হয়। চিকিৎসার পর দুজনেই করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠেন।

সিন্ধিয়া প্লাজমা দান করার ছবি নিজের ট্যুইটার অ্যাকাউন্টে শেয়ার করেন। উনি ট্যুইট করে লেখেন, ‘সংক্রমণের সাথে মোকাবিলা করে আমার আর আমার মতো হাজার হাজার নাগরিক যারা সুস্থ হয়ে উঠেছেন, তাঁরা নিজেদের প্লাজমা দান করে অন্য সংক্রমিত রোগীদের চিকিৎসায় সাহায্য করুন। দেশবাসীর প্রাণের রক্ষা করা সবার দায়িত্ব।” ওই ট্যুইটে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, বিজেপির সভাপতি জেপি নাড্ডা আর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে ট্যাগ করেন।

জানিয়ে দিই, জুন মাসে সিন্ধিয়া কাশি আর জ্বরের সমস্যা ভুগছিলেন। এরপর ওনার করোনার পরীক্ষা করানো হয়। ওই পরীক্ষায় ওনার রিপোর্ট পজেটিভ আসে। এছাড়াও ওনার মা মাধবী রাজে সিন্ধিয়াও করোনায় আক্রান্ত হয়ে পড়েন। এরপর দুজনকেই চটজলদি দিল্লীর ম্যাক্স হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসার পর ওনাদের ছুটি দেওয়া হয়। আরেকদিকে, সিন্ধিয়ার স্ত্রী এবং ওনার দুই সন্তানের রিপোর্ট নেগেটিভ এসেছিল।

 

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর