অখিলের মন্তব্যে তোলপাড় রাজ্য! ক্ষুব্ধ আদিবাসীরা আটকাল মন্ত্রীর গাড়ি, পায়ে হেঁটেই ছাড়লেন এলাকা

বাংলাহান্ট ডেস্ক : রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির কুরুচিকর মন্তব্যের জেরে ক্ষোভে ফেটে পড়েন বাঁকুড়া সহ ঝাড়গ্রাম এলাকার আদিবাসীরা। পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। তাঁর পদত্যাগের দাবিতে তীব্র প্রতিবাদ শুরু হয় গোটা এলাকায়। আর এই বিক্ষোভ সমাবেশের মাঝে পড়ে রীতিমতো সমস্যার মুখে পড়েন খাদ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি।

সূত্রের খবর রাজ্যের খাদ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির গাড়ি বাঁকুড়ার খাতড়া পাম্প এলাকার ওপর দিয়ে যাওয়ার সময় আদিবাসীদের বিক্ষোভের মুখে পরে। আদিবাসীরা তাঁকে ঘিরে চরম অসন্তোষ ও প্রতিবাদ শুরু করে। মন্ত্রী সাহেবা তাঁর গাড়ি থেকে নেমে এসে তাঁদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাঁরা কেউ তাঁর কথা কানে না তোলায় তিনি পায়ে হেঁটে ওই অঞ্চল ছাড়েন। বিক্ষোভকারীরা তাঁর গাড়ি ঘেরাও করার পাশাপাশি অখিলের পদত্যাগের দাবিতে ডেপুটেশনও জমা দেবেন বলে ঠিক করেছেন। তাঁদের বিভিন্ন সংগঠনের মন্তব্য অখিল গিরিকে অবিলম্বে তাঁর মন্ত্রীপদ থেকে বহিস্কার করা এবং সর্বোপরি তাঁকে গ্রেপ্তারও করতে হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি পূর্ব মেদিনীপুরের একটি সভায় গিয়ে বেলাগাম মন্তব্য করেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যের জবাব দিতে গিয়ে আরও কুরুচিপূর্ণ ইঙ্গিত ছুঁড়ে দেন রাষ্ট্রপতির দিকে। সরাসরি রাষ্ট্রপতির শারীরিক রূপ নিয়ে তিনি মন্তব্য করে বসেন। মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘দেখতে ভাল নয়। কী রূপসী! কী দেখতে ভাল! আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?’ তাঁর এই মন্তব্যেই বাঁকুড়া ঝাড়গ্রাম অঞ্চলের আদিবাসীরা বিক্ষোভে সামিল হন ও প্রতিবাদ দেখাতে শুরু করেন।

Akhil jyotsna president 2

এদিকে, এই বিষয়ে জ্যোৎস্না মান্ডি বলেন, ”সম্মাননীয় রাষ্ট্রপতিকে উল্লেখ করে অখিল গিরি যে মন্তব্য করেছেন ব্যক্তিগত ভাবে আমি সমর্থন করি না। দলও সমর্থন করে না। অখিল গিরি যা মন্তব্য করেছেন তা তাঁর ব্যক্তিগত মতামত। আমি একজন আদিবাসী মহিলা হয়ে এই ঘটনার তীব্র নিন্দা করছি।’

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর