বাংলা হান্ট ডেস্কঃ অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ যতই এগোচ্ছে ততই যেন সমস্যায় জড়িয়ে পড়ছে ভারতীয় দল (Indian cricket team)। সেই প্রথম টেস্ট থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত যতগুলো টেস্ট ম্যাচ হয়েছে তার পরপরই বড় বড় ধাক্কা পাচ্ছে টিম ইন্ডিয়া। আগেই চোটের কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন মহম্মদ সামি, উমেশ যাদবের মতো তারকারা। এছাড়াও প্রথম টেস্ট খেলেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে এসেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এর ফলে এখন ভারতীয় দলের শক্তি অনেকটাই কমে গিয়েছে। এবার চোটের কারণে সিরিজের বাকি দুটি টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেলেন তারকা ভারতীয় ব্যাটসম্যান কে এল রাহুল (K L Rahul)।
তৃতীয় টেস্টে নামার আগে অনুশীলন করার সময় হাতের কব্জিতে গুরুতর চোট পান কে এল রাহুল। যার কারণে সিরিজের তৃতীয় এবং চতুর্থ টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেলেন কে এল রাহুল অর্থাৎ অস্ট্রেলিয়া বিরুদ্ধে টেস্ট সিরিজে একটি ম্যাচেও ব্যাট হাতে মাঠে নামতে পারলেন না রাহুল। তার আগেই চোট পেয়ে দেশে ফিরে যেতে হল তাকে।
https://twitter.com/BCCI/status/1346302907797262341?s=20
আজ সকালে বিসিসিআইয়ের তরফে টুইট করে জানানো হয়েছে, অনুশীলন করার সময় বা হাতের কব্জিতে গুরুতর চোট পান ভারতীয় ব্যাটসম্যান কে এল রাহুল। রাহুলের সুস্থ হতে মোটামুটি তিন সপ্তাহ সময় লাগবে যার ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের বাকি ম্যাচগুলি থেকে ছিটকে গেলেন কে এল রাহুল। দেশে ফিরে এসে ব্যাঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে চিকিৎসা করাবেন রাহুল।