নতুন প্রকল্পের ভাবনায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা

নতুন প্রকল্পের ভাবনায় এবার ইসরো ,যার জন্য এবার প্রথমবার পুরো দেশের জন্য একটি থিম্যাটিক ডেটা বেস তৈরি হল। এর জন্য একটি ইন্টিগ্রেটেড হাই রেজোলিউশন উপগ্রহে ডেটাগুলিকে সংগ্রহ করা হবে। সরকারি প্রকল্পের কথা মাথায় রেখেই দেশে আনতে চলেছে এই নতুন উদ্যোগ।

আমাদের দেশে যে সরকারি প্রকল্প আছে সেগুলো আরো ভালোভাবে পরিকল্পনা এবং পর্যবেক্ষণের কথা মাথায় রাখা হয়েছে। আর এই কারনে এবার এই নতুন নিয়ম হতে চলেছে। আর এই কাজের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং প্রথম এই কর্মসূচি  চালু করেন। তিনি এই নিয়ে এদিন বেশ কিছু বক্তব্য রাখেন। তিনি জানিয়েছেন “এই জাতীয় প্রযুক্তিগত ক্ষমতায়নের ফলে গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের আধাকারিক ও কর্মীরা অনেক সহযোগিতা পাবেন।

 

KK 11

 

 

এই প্রযুক্তিটির জন্যে ইসরোর সাথে যুক্ত হওয়া আমাদের জন্যে একটি গর্বের মুহূর্ত। ইসরো এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ মোদীর নতুন ভারত গড়ার জন্য একটি প্রয়োজনীয় হাতিয়ার হয়ে উঠবে”। এই প্রকল্প করতে কম্পকক্ দু বছর লাগবে। এই কাজের জন্য ইসরো সব্রকমভাবে সহায়তা করবে। ইসরো গ্রাম পঞ্চায়েতের সদস্যদের তথ্য সর্বারহ করবে এবং তা তাদের বুঝতে সহযোগিতা করবে। পোর্টালের তৃতীয় সংস্করণ পঞ্চায়েতের সদস্যদের সুবিধার্থে ডেটাবেস ভিজুয়ালাইজেশন এবং পরিষেবা সরবরাহ করবে ইসরো।

সব মিলিয়ে যে একটা অন্যরকম  নতুন জিনিস হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। এই নিয়ে ইসরো চেয়ারম্যান কে সিভানও বক্তব্য রাখেন। তিনি বলেন , “তৃণমূল পর্যায়ের পরিকল্পনার জন্য জমি ও জলের তথ্য দরকার। দেশে অংশগ্রহণমূলক ও বিকেন্দ্রীভূত পরিকল্পনা সক্ষম করতে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান এবং এর অংশীদারদের ক্ষমতায়নের জন্য এই প্রযুক্তির পরিকল্পনা করা হয়েছিল”।

সম্পর্কিত খবর