‘যেখানে যাই, যারই কাছে, মাগী আমার…’ নাম না করে কাকে ইঙ্গিত কবীর সুমনের!

বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে চর্চায় উঠে আসেন কবীর সুমন (Kabir Suman)। রাজনৈতিক জগৎ থেকে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও এমন কিছু মন্তব্য করে থাকেন শিল্পী যাকে ঘিরে তুঙ্গে ওঠে বিতর্ক। এমনিতেই তাঁর রাজনৈতিক পরিচয়, মতামত নিয়ে মাঝেমধ্যেই কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। শুনতে হয় ‘চটিচাটা’ মন্তব্যও। তবে স্পষ্ট কথা বলতে কখনো পিছপা হন না তিনি।

কবীর সুমনের (Kabir Suman) ফেসবুক পোস্ট নিয়ে বিতর্ক

শাসক দল ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি রয়েছে কবীর সুমনের (Kabir Suman)। বহুবার বিভিন্ন পরিস্থিতিতে সরাসরি শাসক দলের হয়ে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে। এমনকি সম্প্রতি আরজিকর কাণ্ডেও সরকারের হয়েই সরব হয়েছেন কবীর সুমন (Kabir Suman)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ শানিয়ে করা সোশ্যাল মিডিয়া পোস্টের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছিল তাঁকে। এবার ফের কবীর সুমনের (Kabir Suman) একটি ফেসবুক পোস্ট নিয়ে শুরু হল বিতর্ক।

   

আরো পড়ুন : প্রথম স্বামীর থেকে নেননি ডিভোর্স, ৩ সন্তান নিয়ে দ্বিতীয় বিয়ে, বর্তমান সমাজ নিয়ে প্রশ্ন তুললেন আশা ভোঁসলে

কী লিখলেন শিল্পী

ফেসবুকে চার লাইনের একটি পঙক্তি শেয়ার করেছেন কবীর সুমন (Kabir Suman)। সেখানে লেখা, ‘যেখানে যাই/ যারই কাছে/ মাগী আমার/ তাকিয়ে আছে’। ব্যস, এতটুকুই। এই পোস্টে আর কিছুই লেখেননি কবীর সুমন (Kabir Suman)। আর এতেই উঠতে শুরু করেছে প্রশ্ন। কার দিকে ইঙ্গিত করলেন তিনি? এমনকি কবীর সুমনের এই পোস্ট নিয়ে নানাজনে নানা মন্তব্য করতে শুরু করেছেন। উল্লেখ্য, এই চারটি লাইন আসলে একটি মহাজনী পদ। গীতিকার বা পদকর্তাকেই মূলত বাউলরা মহাজন বলে ডাকতেন। তবে আচমকা এই পদ কেন শেয়ার করলেন কবীর সুমন (Kabir Suman), তা জানা যায়নি।

আরো পড়ুন : বলিউডের সুসময় শেষ, ‘দেবরা’ নিয়ে ফিরছেন Jr NTR, নায়িকা-ভিলেনে জব্বর চমক!

শাসক দলের পক্ষে সওয়াল কবীর সুমনের

প্রসঙ্গত, আরজিকর কাণ্ডের পর সরকারের তরফে সুর চড়ালেও মুখ্যমন্ত্রীর ‘উৎসবে ফেরা’ মন্তব্যকে সমর্থন করেননি কবীর সুমন (Kabir Suman)। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, উৎসবে ফিরতে বলা খুবই ‘হৃদয়হীনতা’র পরিচয়। আন্দোলনকারীদের রাগ স্বাভাবিক। এমনকি তিনি এও বলেছিলেন, অনেকের কাছে তিনি ‘চটিচাটা’ হলেও তাঁর মতে ‘উৎসবে ফিরুন’ বলাটা অন্যায় হয়েছে।

Kabir Suman

অতীতেও বহু বিতর্ক জড়িয়েছে কবীর সুমনের নামের সঙ্গে। নিজের একান্ত ব্যক্তিগত জীবন নিয়েও মন্তব্য করতে শোনা গিয়েছিল তাঁকে। কখনো আবার বামপন্থীদের কটাক্ষ করে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন কবীর সুমন।

Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর