ইচ্ছাকৃত অপমান, এই ধাক্কাটা সামলাতে পারবেন তো? সন্ধ‍্যা মুখোপাধ‍্যায়কে নিয়ে চিন্তিত কবীর সুমন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দুদিন আগেই পদ্মশ্রী পুরস্কার ফেরানোর জন‍্য চর্চার কেন্দ্রে উঠে এসেছিলেন গীতশ্রী সন্ধ‍্যা মুখোপাধ‍্যায় (sandhya mukhopadhyay) । প্রবীণ সঙ্গীত শিল্পীকে এই বয়সে এসে দেওয়া হচ্ছে পদ্ম পুরস্কার। তাও পদ্মভূষণ, পদ্মবিভূষণ নয়, পদ্মশ্রী! সবিনয়ে তা ফিরিয়ে দিয়েছেন গীতশ্রী। গায়িকার অপমানে ক্ষোভ উগরে দিয়েছিলেন বাংলর শিল্পী মহল। তারপরেই অঘটন।

বৃহস্পতিবার দুপুরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় সন্ধ‍্যা মুখোপাধ‍্যায়কে। বিষয়টা নিয়ে উদ্বেগের প্রহর গুনছেন শিল্পীরা। অনেকেরই অভিযোগ, পদ্মশ্রী দেওয়ার ‘অপমান’ স সইতে পারেননি সন্ধ‍্যা মুখোপাধ‍্যায়। সাংবাদিক সম্মেলনে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন কবীর সুমন (kabir suman)।


টিভিনাইন বাংলার সঙ্গে সাক্ষাৎকারে সঙ্গীত শিল্পী বলেন, সেদিনের পর থেকে তিনি এই ভয়টাই পাচ্ছিলেন। বয়স হয়েছে সন্ধ‍্যা মুখোপাধ‍্যায়ের। এত বড় ধাক্কাটা তিনি কীভাবে সামলাবেন সেটা নিয়েই চিন্তিত সুমন। তাঁর দাবি, ইচ্ছা করে জেনে শুনেই অপমান করা হয়েছে সন্ধ‍্যা মুখোপাধ‍্যায়কে। তিনি এত বড় মাপের একজন শিল্পী। নিজের সারাটা জীবন দিয়ে গানের সাধনা করেছেন।

সোনু নিগম আর সন্ধ‍্যা মুখোপাধ‍্যায় দুজনকেই পদ্মশ্রী দেওয়া হচ্ছে। অথচ রশিদ খান পাচ্ছেন পদ্মভূষণ! প্রভা আত্রেকে দেওয়া হচ্ছে পদ্মবিভূষণ! এটা কেন্দ্রের সরকার ইচ্ছা করে করেছে বলে অভিযোগ কবীর সুমনের। তিনি আরো চিন্তিত, বর্ষীয়ান গায়িকা এই মানসিক ধাক্কাটা নিতে পারবেন কিনা।

গত ২৩ জানুয়ারি বাথরুমে পড়ে গিয়েছিলে সন্ধ‍্যা মুখোপাধ‍্যায়। তারপর থেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। শরীরে ব‍্যথা অনুভব করছিলেন তিনি। গতকাল সন্ধ‍্যা থেকে গায়িকার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। শ্বাসকষ্টের সমস‍্যার কথা জানান গায়িকা। তাঁর ফুসফুসে সংক্রমণ রয়েছে বলে জানা গিয়েছে। রয়েছে জ্বর। হয়েছে আরটিপিসিআর পরীক্ষা।

বৃহস্পতিবার দুপুরে গ্রিন করিডর করে এস এস কে এম হাসপাতালে নিয়ে আসা হয় সন্ধ‍্যা মুখোপাধ‍্যায়কে। সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, সে সময়ে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলেন তিনি। উডবার্ন ব্লকে রাখা হয়েছে গায়িকাকে। চিকিৎসক সোমনাথ কুণ্ডুর নেতৃত্বে একটি মেডিক‍্যাল বোর্ড গঠন করা হয়েছে। সেখানে রয়েছে কার্ডিওলজিস্ট, মেডিসিন বিশেষজ্ঞ।

X