ধর্ষণকে সমর্থন থেকে বাবা-মায়ের ‘চুমু’! এক নজরে কবীর সুমনের ৭ বিতর্কিত মন্তব্য

বাংলাহান্ট ডেস্ক: কবীর সুমন (Kabir Suman) এবং বিতর্ক (Controversy) একে অপরের সঙ্গে হাত ধরাধরি করে চলে। বৈচিত্রপূর্ণ জীবনে কম অভিজ্ঞতা হয়নি সঙ্গীতশিল্পীর। ব্যক্তিগত এবং পেশাগত দু দিকেই। জীবনের বিভিন্ন পর্যায়ে এমন এমন সব কাণ্ড তিনি করেছেন যা শুনে চমকে যেতে হয়। এখন প্রৌঢ় বয়সে এসেও বেফাঁস মন্তব্য করায় তাঁর জুড়ি মেলা ভার।

ঠোঁটকাটা বলে ‘দুর্নাম’ রয়েছে কবীর সুমনের। রাজনৈতিক বিষয় থেকে সামাজিক যেকোনো বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন তিনি। এমনকি ব্যক্তিগত জীবনের একান্ত গোপন বিষয় নিয়েও খুল্লমখুল্লা কথা বলতে শোনা যায় তাঁকে। আর তাঁর এইসব মন্তব্য নিয়েই বাঁধে বিতর্ক। এক ঝলকে দেখে নিন কবীর সুমনের সবথেকে বিতর্কিত মন্তব্যগুলি।

   

Kabir suman most controversial statements

আমার সামনেই আদর করতেন বাবা মা– নিজের বাবা মা সম্পর্কেও বিস্ফোরক মন্তব্য করেছিলেন কবীর সুমন। তিনি বলেছিলেন, সম্পর্ক নিয়ে কখনো ছুঁতমার্গ দেখেননি তিনি বাবা মায়ের মধ‍্যে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি উল্লেখ করেছিলেন, ‘ছেলেবেলা থেকে যৌবনকাল অবধি মা বাবাকে দস্তুরমতো চুমু খেতে দেখেছি, লুকিয়ে নয়, আমার সামনেই তাঁরা আদর করতেন।’ তাঁর এই লেখা নিয়ে সে সময়ে শোরগোল পড়েছিল।

ধর্ষণের প্রতিবাদীরা নপুংসক– হাঁসখালির নাবালিকা ধর্ষণ কাণ্ডে সে সময়ে উত্তাল ছিল রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘লভ অ্যাফেয়ার’ মন্তব‍্য আরোই ছিছিক্কার ফেলে দেয় চারিদিকে। এর মাঝেই দোসর হন কবীর সুমন। সোশ্যাল মিডিয়ায় বিষ্ফোরক পোস্ট করে হতভম্ব করে দেন তিনি সকলকে।

সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, ‘শুরু হয়ে গেছে ফোনে নপুংসকদের আক্রমণ “রাজ্যজুড়ে ধর্ষণের” বিরুদ্ধে। রাজ্যজুড়ে। গলার আওয়াজ আর কথা শুনেই বোঝা যায় চাড্ডি+মাকু। পারফেক্ট ক্লোন। ব্লক করতে করতে ক্লান্ত।’ আমজনতা থেকে শিল্পী মহলের সমালোচনার মুখে পড়েছিলেন সুমন।

বাংলাদেশের নাগরিকত্ব পেলে ভাল লাগবে– বাংলাদেশের এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে, কবীর সুমন জানিয়েছিলেন বাংলাদেশ তাঁকে সম্মানসূচক নাগরিকত্ব দিলে তাঁর ভাল লাগবে। শিল্পীর এই মন্তব‍্য নিয়ে বিতর্ক শুরু হতে বেশি সময় লাগেনি। তিনি বলেছিলেন, যদি কোনো রাজনৈতিক কারণে না জড়িয়ে বাংলাদেশ সরকার তাঁকে নাগরিকত্ব দেয় তবে তাঁর ভাল লাগবে। এই বাংলায় থাকতে তাঁর ইচ্ছা করে না। তবে বাংলাদেশেও বাকি দিনগুলো কাটাতে রাজি হননি সুমন।

Kabir suman most controversial statements

সুন্দরী মেয়েদের জন্যই বেঁচে আছি– এক দশক পর বাংলাদেশে অনুষ্ঠান করতে গিয়ে বিষ্ফোরক মন্তব্য করে বসেছিলেন কবীর সুমন। তিনি বলেছিলেন, সুন্দরী মেয়েদের খুব ভাল লাগে। ভাগ‍্যিস পরমেশ্বর সুন্দর মেয়েদের সৃষ্টি করেছিলেন। তাই তাঁর বাঁচার ইচ্ছাটা এখনো মরে যায়নি। তাছাড়া বাইরের দিকে তাকালে এখনো দেখেন কাক ডাকছে, চড়ুই লাফালাফি করছে। এ জন‍্যই বেঁচে আছেন।

এখনো বিছানায় সক্ষম– ৭৫ তম জন্মদিনে নয়া বিতর্কে জড়িয়েছিলেন কবীর সুমন। তাঁর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, এই বয়সেও এত অফুরান এনার্জি কোথা থেকে পান তিনি? সঙ্গে সঙ্গে তিনি উত্তর দিয়েছিলেন, ‘কাম, মুক্ত কাম! যেখানে অশ্লীলতাই সব।’ তিনি আরো বলেছিলেন, তাঁর বয়স হয়েছে। রাতে ঘুম হয় না ভাল। কিন্তু এখনো তিনি বিছানায় সক্ষম।

৫ বার বিয়ে করেছি– পঞ্চায়েত ভোটের হিংসা দেখে অপর্ণা সেন বলেছিলেন, বাম শাসনের অবসান চাইলেও এমন পরিবর্তন চাননি। তাঁর এই মন্তব্যের উত্তরে কবীর সুমন সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেন, ‘আমি মোট ৫ বার বিয়ে করেছি। যতবারই বিয়ে করা হোক না কেন, মনে হবে বিয়ে করে ঠিক হয়নি’।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর