বাংলাহান্ট ডেস্ক : কবীর সুমন (Kabir Suman), নামটার মধ্যেই যেন জড়িয়ে গিয়েছে বিতর্ক। তিনি একাধারে শিল্পী মানুষ। তাঁর গানের সুর ধরে মানুষ নস্টালজিয়ায় ভাসে, তাঁর গানের সুর বেয়ে আসে প্রেম। শিল্পীর মনেও তো প্রেম থাকতে নয়, নয়তো শিল্প ফুটে উঠবে কী করে? কবীর সুমনও (Kabir Suman) বহুবার স্বীকার করেছেন প্রেমের কথা। স্পষ্ট কথায় জানিয়েছেন, বয়স হয়েছে বটে, তবে ‘বিছানায় এখনো সক্ষম’। তাঁর সেই মন্তব্য নিয়ে হয়েছে বিতর্ক। কিন্তু সুমনকে (Kabir Suman) দমানো যায়নি। আর এই ৭৫ বছর বয়সে এসে ফের প্রেম কড়া নাড়ল তাঁর জীবনে।
ফের প্রেমে পড়লেন কবীর সুমন (Kabir Suman)
সদ্য গিয়েছে প্রেমের দিবস। বর্তমানে ভালোবাসার সংজ্ঞা বদলেছে, মেয়াদও কমেছে। প্রেমে এখন দেখনদারি, জটিলতা আর বিচ্ছেদের ঘনঘটা। সেখানে দাঁড়িয়ে এই বয়সেও সুমন (Kabir Suman) স্বীকার করলেন, আবার প্রেমে পড়েছেন। সম্প্রতি ভ্যালেন্টাইনস ডে তে এক তরুণীর সঙ্গে ছবি শেয়ার করেন কবীন সুমন। ক্যাপশনে লেখা, ‘ভ্যালেন্টাইন ২০২৫’।
শিল্পীর প্রেমিকার পরিচয় কী: কে ওই তরুণী? সুমন (Kabir Suman) জানান, ওই তরুণী আসলে তাঁর ছাত্রী। নাম সৌমী বসুমল্লিক। সঙ্গীতশিল্পীর কথায়, সৌমী তাঁর প্রাণের বন্ধু, স্বজন। তাঁর বয়স হয়েছে, রাতে একা থাকা বারণ। তাঁর সঙ্গে যে দু তিন জন রাতে তাঁর বাড়িতে থাকেন, সৌমীও তাঁদের মধ্যে একজন। সুমনকে (Kabir Suman) ওষুধ দেওয়া, দেখভাল করা তাঁর কাজ।
আরো পড়ুন : সর্বনাশ! এবার এই দুই ব্যাঙ্কের ওপর কড়া অ্যাকশন RBI-র, আপনার অ্যাকাউন্ট নেই তো?
প্রেম দিবসের পরিকল্পনা: এমনিতে পেশায় শিক্ষিকা সৌমী। তাঁকে নিজের প্রেমিকা বলতে অবশ্য নারাজ কবীর সুমন (Kabir Suman)। যদিও সংবাদ মাধ্যমের সঙ্গে প্রেম দিবসের পরিকল্পনা শেয়ার করতে গিয়ে শিল্পী বলেন, “প্রেম দিবসের পরিকল্পনা বলতে আমরা একে অপরের দিকে তাকিয়ে থাকি। আদর করি, চুমু খাই, নিজেকে নিয়ে হাসাহাসি করি। উল্টোপাল্টা কথা হবে, গুনগুন করে গান গাইব’।
আরো পড়ুন : চিনকে “টাইট” দিতে এবার বড় অ্যাকশন! ভারতীয় সেনার শক্তি বাড়াবে ট্রাম্পের মাস্টারস্ট্রোক
কবীর সুমনের (Kabir Suman) মন্তব্য নিয়ে একাধিক বার হয়েছে বিতর্ক। নানান অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। কিন্তু সেসব ফুৎকারে উড়িয়ে তিনি থাকেন নিজের মতো। বয়স বাড়ুক নিজের ছন্দে। কবীর সুমন প্রেমে ফিরতে চান বারবার।