বাংলাহান্ট ডেস্ক: ক্রমশ লাগামছাড়া হয়ে উঠছেন শিল্পী কবীর সুমন (Kabir Suman)। প্রায়শই কোনো না কোনো বিষয়ে বেফাঁস মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে আসেন তিনি। কিছুদিন আগেই ধর্ষণের প্রতিবাদীদের ‘নপুংসক’ বলে কটাক্ষ করেছিলেন সুমন। এবার তিনি বাংলাদেশের নাগরিক হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন।
সম্প্রতি বাংলাদেশের এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে, কবীর সুমন জানান বাংলাদেশ তাঁকে সম্মানসূচক নাগরিকত্ব দিলে তাঁর ভাল লাগবে। শিল্পীর এই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হতে বেশি সময় লাগেনি। তবে কবীর সুমনের অনুরাগীরা দাবি করেছেন, তাঁর বক্তব্যকে বিকৃত করে প্রকাশ করা হচ্ছে।
আসলে সাক্ষাৎকারে শিল্পীর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, বাংলাদেশের নাগরিকত্ব কি তিনি চান? যদি তাঁকে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয় তবে কি তিনি নেবেন? উত্তরে কবীর সুমন বলেন, নিশ্চয়ই গ্রহণ করবেন তিনি। তবে তাঁর সংযোজন ছিল, যদি কোনো রাজনৈতিক কারণে না জড়িয়ে বাংলাদেশ সরকার তাঁকে নাগরিকত্ব দেয় তবে তাঁর ভাল লাগবে।
কিন্তু বাকি দিনগুলো বাংলাদেশে কাটাতে রাজি নন তিনি। তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন, বাংলাদেশে যেতে চান না। আবার সেই সঙ্গে সুমনের আক্ষেপ ছিল, তিনি কলকাতায় ফিরে ভুল করেছেন। আমেরিকায় থেকে বাংলা গানের চর্চা করলে এই দিন তাঁকে দেখতে হত না। শিল্পীর অভিযোগ, পশ্চিমবঙ্গ তাঁকে যথাযথ সম্মানটাই দিতে পারেনি।
এই বাংলায় তাঁর আর থাকতে ইচ্ছা করে না বলে জানান কবীর সুমন। হিন্দু, মুসলিম, কমিউনিস্ট এসব কিছুকে দূরে সরিয়ে সবুজ প্রকৃতি, পশুপাখিদের দেখে সময় কাটাতে পারলে ভাল লাগত বলে মন্তব্য করেন তিনি। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে আর ভালো লাগছে না বলেই জানান কবীর সুমন।
কিছুদিন আগে রাজ্যের বিভিন্ন জায়গায় একাধিক ধর্ষণ কাণ্ড নিয়ে সরব হন কবীর সুমন। নিজের ফেসবুক হ্যান্ডেলে তিনি লেখেন, ‘শুরু হয়ে গেছে ফোনে নপুংসকদের আক্রমণ “রাজ্যজুড়ে ধর্ষণের” বিরুদ্ধে। রাজ্যজুড়ে। গলার আওয়াজ আর কথা শুনেই বোঝা যায় চাড্ডি+মাকু। পারফেক্ট ক্লোন। ব্লক করতে করতে ক্লান্ত।’