রূপঙ্করের পাশে দাঁড়ালেন কবীর সুমন, নিজের লেখা কবিতা দিয়ে বিবাদ মেটানোর চেষ্টা

বাংলাহান্ট ডেস্ক: কেকে-র মৃত্যুতে সোশ্যাল মিডিয়ার তোপের মুখে পড়েছেন গায়ক রূপঙ্কর বাগচী। মঙ্গলবার বিকেলেই কেকে-কে নিয়ে বিস্ফোরক ফেসবুক পোস্ট করেন তিনি। মঙ্গলবার রাতে কেকে-র আচমকা মৃত্যুর পর গায়কের মন্তব্য ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া! ওই ভাইরাল ভিডিওতে কেকে-র অনুষ্ঠান নিয়ে মাতামাতি করবার বিরোধিতা করে রূপঙ্কর বলেছিলেন, ‘কেকে-র থেকেও আমরা সবাই ভালো গাই’। নেটনাগরিকদের উত্তেজনাকে কটাক্ষ করে ‘হু ইস কেকে’ এমনই প্রশ্ন তুলেছিলেন রূপঙ্কর।

এরপরেই শিল্পীর প্রয়াণে রূপঙ্করের ওপর ক্ষোভে ফেটে পড়েন তারকা, আমজনতা, ইউটিউবারা। দ্বিধাবিভক্ত হয়ে যায় বাংলার শিল্পীমহল। কেকের মৃত্যুতে শোকপ্রকাশ করেও কেউ কেউ রূপঙ্করকে সমর্থন করেছেন আবার কেউ কেউ হেঁটেছেন সম্পূর্ণ ভিন্ন পথে। এবার কেকে-রূপঙ্কর ইস্যুতে কলম ধরলেন কবীর সুমন।

প্রখ্যাত বর্ষীয়ান সঙ্গীত শিল্পী কবির সুমন রূপঙ্করের পাশে দাঁড়িয়েছেন। এমনকি নিজের কবিতার মাধ্যমেই সমর্থন জানিয়েছেন রূপঙ্করের বক্তব্যকে৷ তিনি লেখেন, “এটি নিবেদন করছি ‘এই সময়কে রূপংকরের কথায় ওরেব্বাস/কেউ দেয় গাল কেউ রেগে খানখান/সন্ধ্যাকে লাথি মারল যখন কেউ/ কেঁদেছিল একা বাংলাভাষার গান ।”

Screenshot 2022 06 02 at 6.43.12 PM

সুমন আরও লেখেন, “আমার চেয়েও কুড়ি বছরের ছোট/ আমারই তো কথা তোমার আগেই যাওয়া/ কিসের যে এতো তাড়া ছিল ছেলেটার/ কাল হলো গান কাল হলো গান গাওয়া।” রূপঙ্করের পাশে দাঁড়ালেও কেকে’র মৃত্যু তে বর্ষীয়ান শিল্পীর মনে যে কতখানি ক্ষত হয়েছে তা বোঝা যায় এই চারটি পংক্তি দেখলেই ৷ শেষ চার লাইনে নিজের মত করে এই বিবাদ মিটিয়ে দেওয়ার চেষ্টাও করেছেন এই বর্ষীয়ান শিল্পী৷ তাঁর শেষ স্তবকে রয়েছে সেই আবেগেরই কথা, “রূপংকরের কথায় রাগোনি জানি/ বুঝেছ ছেলের অসহায় অভিমান/ পরের জন্মে ফিরে এসো নজরুলে/ গাইবে দুজনে তাঁরই বাংলা গান ।”
তবে, সব দূরত্ব দূরে সরিয়ে রেখে গানের সুরে বাঁধা পড়ার বার্তাই যেন দিলেন গানওয়ালা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর