রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে সরব কবীর সুমন, যুদ্ধের বিপক্ষে প্রতিবাদ জানালেন গানের মাধ‍্যমে

বাংলাহান্ট ডেস্ক: রাজ‍্য হোক বা দেশীয় রাজনীতি, সঙ্গীতশিল্পী কবীর সুমনের (Kabir Suman) প্রতিবাদী সত্ত্বার প্রকাশ ঘটেছে বারবার। গীতশ্রী সন্ধ‍্যা মুখোপাধ‍্যায়কে পদ্মশ্রী সম্মান প্রদান এবং তাঁর প্রয়াণের পর কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছিলেন তিনি। এমনকি এক সাংবাদিককে কুরুচিকর ভাষায় গালিগালাজ করেও বিতর্ক সৃষ্টি করেছিলেন। কিন্তু বিতর্কে থেকেও কবীর সুমন ঘোষনা করেছিলেন, দরকার হলে আবারো করবেন।

এবার রাশিয়া (Russia) ইউক্রেন (Ukraine) বিবাদ নিয়ে গর্জে উঠল তাঁর কলম। ইউক্রেনের মতো ছোট দেশের উপরে রাশিয়ার আগ্রাসী মনোভাবকে তীব্র ধিক্কার দিয়ে একটি গান লিখেছেন কবীর সুমন। নিজের প্রতিবাদের ভাষা ফুটিয়ে তুলেছেন গানের মাধ‍্যমে। নিজের ফেসবুক হ‍্যান্ডেলে গানের কথা শেয়ার করেছেন কবীর সুমন।

kabir suman singer
গানের কথাগুলি এমন-
কেউ তোলে বন্দুক
কেউ দেয় ফুল
যাকে ফুল দেয় তার
ট্রিগারে আঙুল।

কেউ করে বেদখল
কেউ করে ঘর
ফাশিস্ট দখল করে
আমার শহর।

কেউ বলে হাত তোলো
কেউ ধরে হাত
দখল করে কি কারো
খুলেছে বরাত।

বরং ফুলের বীজ
মাটিতে ছড়াও
যুদ্ধ না হয় যেন
আর একটাও।

সঙ্গে কবীর সুমন আরো লিখেছেন, ‘আমার ছেলে অনির্বান সাধুর দাবিতে, ইউক্রেনের এক ঘটনার খবরের ভিত্তিতে লিখলাম। সুর দেবো, যাতে অনির্বাণ আর ইরফান হিন্দিতে রূপান্তর করতে পারেন। ইনশাল্লাহ্!’

রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে ইতিমধ‍্যেই নিজস্ব মতামত প্রকাশ করেছেন শিল্পীরা। তালিকায় রয়েছে বলিউড ইন্ডাস্ট্রির জাভেদ আখতার, সোনু সূদ, রিচা চাড্ডা, তিলোত্তমা সোমের মতো অভিনেতা অভিনেত্রী, গীতিকাররা। বিষয়টা নিয়ে কটাক্ষের সুরে জাভেদ আখতার প্রশ্ন করেছেন, ‘রাশিয়ান বা ইউক্রেনীয় বিবাদ ন‍্যায়বিচারের অনুভূতি জাগায় বা তাদের মধ‍্যে দুর্বলকে রক্ষা করার মানবিক ইচ্ছা পরিস্ফূট হয়, তবে সব পশ্চিমী শক্তিগুলো সৌদি কার্পেট বোমা বিষ্ফোরণ বা ইয়েমেনের মতো ছোট দেশে হিংসা নিয়ে এত উদাসীন কেন?’

অন‍্যদিকে সোনু সূদ ভারত সরকারের কাছে আর্জি জানিয়েছেন ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের সুরক্ষিত ভাবে বাড়িতে ফিরিয়ে আনার। কেন্দ্রীয় সরকার ও ভারতীয় এমব‍্যাসির কাছে বিশেষ আবেদন করেছেন সোনু।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর