ধর্মীয় জমায়েত চলাকালীন বিস্ফোরণ কাবুলে

বাংলাহান্ট ডেস্ক: হজরত মহম্মদ এর জন্মদিন উপলক্ষে কাবুলের একটি হলে বহু মানুষ জমায়েত হয়েছিলেন।ধর্মীয় জমায়েত চলাকালীন আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠলো কাবুল। মারা গিয়েছেন অন্তত ৪০ জন। আহত প্রায় ৬০ জন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা।

পিডি ১৫ এর ইউরেনাস হলে ওই জমায়েত চলছিল। ওই হলের ম্যানেজার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ধর্মীয় জমায়েত চলাকালীন একজন ওই বিস্ফোরণ ঘটান। আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রী ও আভ্যন্তরীণ মন্ত্রী এ ঘটনার কথা স্বীকার করেছেন।

যদিও এখনো পর্যন্ত কোন জঙ্গী সংগঠন এ ঘটনার দায় স্বীকার করেননি তবুও সন্দেহের তীর যাচ্ছে আইএসআইয়ের দিকে।এর আগে আইএসআই কাবুলে আরও দুটি হামলা চালিয়েছিল।

সম্পর্কিত খবর