দু কলি গানের জোরেই বিশ্বজোড়া খ‍্যাতি, ‘দাদাগিরি’তে সৌরভের জন‍্য ‘কাঁচা বাদাম’ আনলেন ভুবন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: খবর আগেই মিলেছিল। ‘দাদাগিরি’র (dadagiri) মঞ্চে সৌরভ গঙ্গোপাধ‍্যায়ের (sourav ganguly) সঙ্গে খেলতে আসছেন ভুবন বাদ‍্যকর (bhuban badyakar), যার ‘কাঁচা বাদাম’ গানের খ‍্যাতি এখন বিশ্বজোড়া। ইতিমধ‍্যেই সারা হয়ে গিয়েছে শুটিং, খবর মিলেছিল এমনটাই। সুদূর বীরভূমের দুবরাজপুর থেকে সৌরভের সঙ্গে দাদাগিরি খেলতে এসেছিলেন ভুবন।

গত রবিবার ভুবন বাদ‍্যকরের গ্রামে গিয়ে হাজির হয়েছিল দাদাগিরির টিম। এক সময় যে কলকাতায় আসার স্বপ্ন দেখতেন ভুবন, সেই কলকাতাকেই এখন তিনি নাচাচ্ছেন গানের তালে। সৌরভের সঙ্গে দাদাগিরি খেলার সুযোগ পেয়ে আপ্লুত ভুবন।


জানা গিয়েছে, গত সোমবারই শুটিং হয়েছে এই বিশেষ পর্বের। প্রিয় ‘দাদা’ সৌরভের জন‍্য ঝুড়ি ভর্তি করে ট্রেডমার্ক কাঁচা বাদাম উপহার নিয়ে এসেছিলেষ ভুবন বাদ‍্যকর। তাঁর কণ্ঠে ভাইরাল গান তো শুনিয়েছেনই, সেই সঙ্গে জানিয়েছেন জনপ্রিয় হওয়ার এই সফরের অভিজ্ঞতার কথা। দাদাগিরি জিততে না পারলেও সৌরভের হাত থেকে একটি মেমেন্টো পেয়েছেন ভুবন।

বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা ভুবন বাদ‍্যকর। তবে তাঁর আসল নাম ভুলে নেটমাধ‍্যমে ‘বাদাম কাকু’ বলেই বেশি পরিচিতি পেয়েছেন তিনি। তাঁর ভাইরাল গানের সুরে মজে আপামর নেটবাসী। নিজের সুবিধার জন‍্যই এই গান বেঁধেছিলেন ভুবন। বাইকে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করতেন। নিজের লেখা, সুর দেওয়া এবং গাওয়া গান শুনে এগিয়ে আসতেন অনেকে। সে গান যে কীভাবে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ল তা বোঝার সাধ‍্যি নেই কারোর।


কিন্তু যে হারে ভুবন বাদ‍্যকরেরের গান রিমিক্স হতে শুরু করে তাতে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন তিনি। ভুবন অভিযোগ করেছিলেন তিনি ভাইরাল হয়ে যাওয়ার পর আর কেউ আসত না বাদাম কিনতে। উপরন্তু তাঁর বানানো গান রিমিক্স করে দু হাতে টাকা কামাচ্ছিলেন ইউটিউবারর। অথচ তাঁর জোটেনি নয়া পয়সাও। পুলিসে অভিযোগ দায়েরের পরেই দৌরাত্ম‍্য কিছুটা কমে। পাশাপাশি স‍্যান্ডি সাহা, বিধায়ক মদন মিত্রের দৌলতে আরো বাড়ে ভুবনের জনপ্রিয়তা।

শুধু এ দেশে নয়, ভুবনের গানের জনপ্রিয়তা পৌঁছেছে বিদেশেও। উপরন্তু সোশ‍্যাল মিডিয়ায় শুরু হয়েছে নয়া ট্রেন্ড। ‘রিমিক্স কাঁচা বাদাম’ এর সুরে নেচে রিল ভিডিও বানাচ্ছেন একের পর এক তারকা। নতুন র‍্যাপ গান গেয়েছেন ভুবন। এমনকি মদন মিত্রের সঙ্গেও গান গেয়েছেন তিনি।

X