সৌরভের জন‍্য ‘কাঁচা বাদাম’ নিয়ে ‘দাদাগিরি’র মঞ্চে হাজির ভুবন বাদ‍্যকর! শুটিং শুরু বিশেষ পর্বের

বাংলাহান্ট ডেস্ক: হিন্দি, তেলুগু সুপারহিট ছবির গানের সঙ্গে লড়াই করেও এখনো বাজারে টিকে রয়েছে ‘কাঁচা বাদাম’ (kacha badam)। কোনো নামীদামী প্রশিক্ষণপ্রাপ্ত গায়ক নন, কাঁচা বাদামের গায়ক ভুবন বাদ‍্যকর (bhuban badyakar) একজন বাদাম বিক্রেতা। রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বাদাম বিক্রি করার ফাঁকে তাঁর গাওয়া গান যে এত জনপ্রিয়তা পেয়ে যাবে তা স্বপ্নেও ভাবতে পারেননি ভুবন।

‘কাঁচা বাদাম’ তাঁকে প্রভূত জনপ্রিয়তা দিয়েছে। সেই জনপ্রিয়তায় ভর করেই এবার ‘দাদাগিরি’র (dadagiri) মঞ্চে আসতে চলেছেন ভুবন। সৌরভ গঙ্গোপাধ‍্যায়কে (sourav ganguly) গান তো শোনাবেনই, সেই সঙ্গে খেলবেন দাদাগিরিও। সূত্রের খবর মানলে, আজ সোমবারই শুটিং হতে চলেছে এই বিশেষ পর্বের। প্রিয় ‘দাদা’ সৌরভের জন‍্য নাকি বাদাম ও মিষ্টি নিয়ে আসবেন ভুবন।

IMG 20220131 153625
বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা ভুবন বাদ‍্যকর। তবে তাঁর আসল নাম ভুলে নেটমাধ‍্যমে ‘বাদাম কাকু’ বলেই বেশি পরিচিতি পেয়েছেন তিনি। তাঁর ভাইরাল গানের সুরে মজে আপামর নেটবাসী। নিজের সুবিধার জন‍্যই এই গান বেঁধেছিলেন ভুবন। বাইকে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করতেন। নিজের লেখা, সুর দেওয়া এবং গাওয়া গান শুনে এগিয়ে আসতেন অনেকে। সে গান যে কীভাবে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ল তা বোঝার সাধ‍্যি নেই কারোর।

কিন্তু যে হারে ভুবন বাদ‍্যকরেরের গান রিমিক্স হতে শুরু করে তাতে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন তিনি। ভুবন অভিযোগ করেছিলেন তিনি ভাইরাল হয়ে যাওয়ার পর আর কেউ আসত না বাদাম কিনতে। উপরন্তু তাঁর বানানো গান রিমিক্স করে দু হাতে টাকা কামাচ্ছিলেন ইউটিউবারর। অথচ তাঁর জোটেনি নয়া পয়সাও। পুলিসে অভিযোগ দায়েরের পরেই দৌরাত্ম‍্য কিছুটা কমে। পাশাপাশি স‍্যান্ডি সাহা, বিধায়ক মদন মিত্রের দৌলতে আরো বাড়ে ভুবনের জনপ্রিয়তা।

bhuban badam

শুধু এ দেশে নয়, ভুবনের গানের জনপ্রিয়তা পৌঁছেছে বিদেশেও। উপরন্তু সোশ‍্যাল মিডিয়ায় শুরু হয়েছে নয়া ট্রেন্ড। ‘রিমিক্স কাঁচা বাদাম’ এর সুরে নেচে রিল ভিডিও বানাচ্ছেন একের পর এক তারকা। নতুন র‍্যাপ গান গেয়েছেন ভুবন। এমনকি মদন মিত্রের সঙ্গেও গান গেয়েছেন তিনি।

এক সময় যে কলকাতায় আসার স্বপ্ন দেখতেন ভুবন, সেই কলকাতাকেই এখন তিনি নাচাচ্ছেন গানের তালে। এতদূরের সফরের কাহিনি ভুবনের মুখে শোনা যাবে দাদাগিরিতে। জানা যাচ্ছে, ফেব্রুয়ারির ১৯-২০ তারিখে দেখানো হবে এই বিশেষ পর্ব।


Niranjana Nag

সম্পর্কিত খবর