বাংলাহান্ট ডেস্ক: আবারো শোকের আবহ বলিউডে (bollywood)। প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা কাদের খানের (kader khan) জ্যেষ্ঠ পুত্র আবদুল কুদ্দুস খান (abdul kuddus khan)। ২০১৮ তেই প্রয়াত হয়েছেন কাদের খান। তাঁর বড় ছেলের আকস্মিক মৃত্যুতে আবারো শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে বলিউডে। কানাডাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আবদুল কুদ্দুস খান।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, সব লাইমলাইট থেকে দূরে থাকারই সিদ্ধান্ত নিয়েছিলেন কাদের খান পুত্র। কানাডাতে বিমানবন্দরে এক সিকিউরিটি অফিসারের পেশায় নিযুক্ত ছিলেন তিনি। কানাডাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবদুল কুদ্দুস। তবে তাঁর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
উল্লেখ্য, কাদের খানেরও মৃত্যু হয়েছিল কানাডাতেই। টরন্টোতে সম্পন্ন হয়েছিল তাঁর শেষকৃত্য। আব্দুল কুদ্দুস ছাড়াও আরো দুই পুত্র রয়েছে কাদের খানের। তাঁদের নাম সরফরাজ খান ও শাহ নওয়াজ খান।
https://www.instagram.com/p/CNHfvHoHOpN/?igshid=3elz1r2rssv9
সরফরাজ একজন অভিনেতা তথা প্রযোজক। তেরে নাম, ওয়ান্টেড সহ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি। অপরদিকে কানাডায় পড়াশোনা শেষ করে ছবিতে সহকারী হিসাবে কাজ করেন কাদের খানের ছোট ছেলে শাহ নওয়াজ। মিলেঙ্গে মিলেঙ্গে, হামকো তুম সে পেয়ার হ্যায় এর মতো ছবিতে সহকারী হিসাবে কাজ করেছেন তিনি।
প্রসঙ্গত, বলিউডের অন্যতম জনপ্রিয় ও বর্ষীয়ান অভিনেতা ছিলেন কাদের খান। চার দশকের অভিনয় জীবনে ৩০০র ও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। শুধু অভিনয় নয়, সংলাপ লেখক ও চিত্রনাট্যকার হিসাবেও জনপ্রিয় ছিলেন কাদের খান। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর কানাডায় প্রয়াত হন কাদের খান।