এনআরসি , সিএএ, এনপিআর, নিয়ে দেশের একাধিক জায়গায় এখন অনেক প্রতিবাদ, মিছিল আর সভা। এরমধ্যে দেশের বিরোধী নেতারা বহুবার এই প্রতিবাদে সরব হয়েছেন। এমুনকি তারা জানিয়েছেন এই এনআরসি এবং সিএএ কিছুতে তারা মেনে নেবেন না , তার জন্য তারা সবসময় সাধারন জনগনের পাশে আছে। আর এর মধ্যেই আবার বিজেপি নেতারাও গায়ের জোড় গলার জোড় দিয়ে বুঝিয়ে দিয়েছেন তারাও এনআরসি এনেই ছাড়বেন।
কিন্তু এসব কিছুর মধ্যে বিহারে সিপিআইইয়ের নেতারা একটা দল গড়ে তুলেছেন। তাদের দল এই এনআরসি এবং সিএএ বিরুদ্ধাচারন নিয়ে । এখানেই তারা থেমে থাকেনি। পাশাপাশি কানাইয়া কুমারকেও তারা কড়া হাতে নিতে সমর্থন করেন। এই প্রতিবাদে তারা দফায় দফায় ঝাণ্ডা তোলেন।
এর পাশাপাশি দলের লোকেরা পুরো গ্রামে ঘুরে প্রচার চালান। ঈইদিন বিহারের অনেক জায়গায় কানাইয়া কুমার সভায় বক্তব্য রাখেন, এরপরভ তিনি সীতামণ্ডি থেকে প্রচার চালান তিনি বলেন বিজেপিরা দেশে একটা অশান্তি করতে চায়, মানুষ এদের মধ্যে বিভাজন করে তুলতে চায়। দেশের মধ্যে বিভেদ তুলতে চায়, ধর্মের নামে তারা মিথ্যে প্রচার চালাচ্ছেন অনেকদিন ধরেই। কানাইয়া কুমারকে ঘিরে এদিন সিপিআইয়ের নেতারা মুর্দাবাদ স্লোগান তোলেন। রাস্তায় তার গাড়ী ঘিরে ধরে সবাই। কিন্তু পুলিশ সুরক্ষা দিয়ে তাকে নিয়ে যেতে সক্ষম হন।
কেন কি গারী তেকে কানাইয়া কুমারকে নামতে দেওয়া হয়নি। আর অখানে কড়া হাতে পুলিশ ব্যবস্থা নিতে শুরু করায় কিছু করা হয়নি গ্রামের লোকেদের। এর আগেও লোক সভা ভোটে হারতে হয় কানাইয়া কুমারকে। মাত্র কয়েকটি ভোটের জন্য বিজেপি নেতা গিরিরাজ সিংহ এর কাছে হেরে গিয়ে তিনি দমে থাকে নি। বরং তিনি এখন ও লড়াই কিন্তু চালিয়ে যাচ্ছেন। আর এর মধ্যেও তাকে নিন্দার শিকার হতে হচ্ছে। তাকে হেনস্তার শিকার হতে হচ্ছে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার