রোহিত শর্মাকে বিতর্কিত সিদ্ধান্ত নিতে বলছেন কাইফ! হাত থেকে ছিটকে যেতে পারে বিশ্বকাপ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি বিশ্বকাপে (2023 ODI World Cup) মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন শামি (Md. Shami)। আর সেই একটি ম্যাচেই ভারতীয় দলকে (Indian Cricket Team) অবিশ্বাস্য জয় এনে দিতে বড় ভূমিকা পালন করেছেন তিনি। রোহিত শর্মা (Rohit Sharma) তাকে প্রাথমিকভাবে সুযোগ দিচ্ছিলেন না তিনি কম্বিনেশনের অজুহাতে। ভারতীয় দল জিতছিল ঠিকই কিন্তু বোলিং নিয়ে কয়েকটা সমস্যা থেকে যাচ্ছিল। কিন্তু তিনি দলে আসার পর যেভাবে শক্তিশালী নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল দাপট দেখিয়ে জয় পেয়েছে তা এটাই বুঝিয়ে দিচ্ছে যে রোহিত শর্মার, শামিকে প্রথম একাদশে না আনার সিদ্ধান্তটা বোকামিই ছিল।

কিন্তু এর মধ্যেও ভারতীয় দল এক বড় তারকাকে হারিয়ে চিন্তায়। ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে বোলিং করতে গিয়ে পিছলে গিয়ে আঘাত পেয়েছিলেন পায়ে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে পারেননি তিনি। যদিও তাকে ছাড়াই ভারতীয় দল কিউয়িদের বিরুদ্ধে বেশ দাপট দেখিয়ে জয় পেয়েছে।

shami's team india

আশা করা হয়েছিল যে ভারতীয় দলের ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবেন হার্দিক। কিন্তু দুর্ভাগ্যবশত তেমনটা হওয়ার আপাতত কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। বিসিসিআইয়ের যে মেডিকেল টিম হার্দিকের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে তারা জানিয়ে দিয়েছেন যে জো রুটদের বিরুদ্ধে তার মাঠে নামার কোনও সম্ভাবনা নেই।

আরও পড়ুন: ভেঙে গেল আগের সব স্ট্রিমিং রেকর্ড, কোহলি ছুঁয়ে ফেলবে সচিনকে! সেই আশায় এই অবিশ্বাস্য কাজ ভক্তদের

এমন পরিস্থিতিতে হার্দিক পান্ডিয়াকে নিয়ে আর বেশি ভেবে আফসোস করতে চাইবেন না রোহিত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে একাদশ তিনি নামিয়েছিলেন, খুব সম্ভবত সেই দলটাই ইংল্যান্ডের মুখোমুখি হবে। সেক্ষেত্রে সূর্যকুমার যাদবের ব্যাটিংয়ের উপর আর একবার ভরসা করতে হবে ভারতীয় দলকে।

আরও পড়ুন: বাবরের পাকিস্তানের সেমিফাইনালে ওঠা এখন নির্ভর করছে রোহিতের ভারতের ওপর! জানুন কিভাবে

তবে হার্দিক পান্ডিয়া সুস্থ হয়ে ফিরলে দল গঠন সংক্রান্ত একটি পরামর্শ রোহিত শর্মাকে দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ (Md Kaif)। ন্যাটওয়েস্ট ফাইনালের নায়কের মতে যখন হার্দিক সুস্থ হয়ে উঠবেন তখন রোহিত শর্মার শামিকে বাদ দিয়ে পুরনো টিম কম্বিনেশন নিয়েই মাঠে নামা উচিত। কারণ শামিকে নেওয়ার অর্থ হলো টুর্নামেন্টের আগে থেকে যে রণনীতি ভারত সাজিয়েছিল, সেটা থেকে সরে আসা। যদিও তার এই মতামতের সঙ্গে অনেকেই একমত হতে পারেননি।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর