বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে দলবদলের খেলা দেখা গেছে তা এর আগে সম্ভবত অন্য রাজ্যে দেখা যায়নি। সাধারণ কর্মী থেকে শুরু করে ছোট নেতা, এমনকি বড়ো ববড়ো প্রভাবশালী নেতাদেরও তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসতে দেখা গেছে। বেশকিছু অভিনেতা যারা এতদিন শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়ে সমর্থন জোগাতেন তারাও এখন দলে দলে বিজেপিতে যোগ দিয়েছে।
অবশ্য লাগাতার তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে এইভাবে যোগদানকে অনেকে ভালো চোখে নেয়নি। বিশেষ করে যারা বহুদিন ধরে দলের মধ্যে থেকে কাজ করছে তাদের অনেকাংশ ক্ষোভ প্ৰকাশ করছেন। লাগাতার ক্ষোভ প্ৰকাশ হওয়ার পর এখন বঙ্গবিজেপির তরফ থেকে বড়ো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কৈলাশ বিজয়বর্গীয় জানিয়েছেন যে তারা শুভেন্দু, রাজীবের পর আর কোনো নেতাদের দলে নিতে চান না। বিজয়বর্গীয় বলেছেন, শাসক দলের যেসব নেতাদের উপর অসামাজিক কাজকর্ম করার অভিযোগ আছে তাদেরকে দলে নিতে চান না। ‘একের পর এক তৃণমূল নেতাকে দলে টেনে পার্টিকে তৃণমূল এর B টিম করতে চাই না’- বলেও মন্তব্য করেছেন কৈলাশ বিজয়বর্গীয়।
বিজেপির এক নেতা বলেছেন, তৃণমূল থেকে একের পর এক নেতাকে বিজেপিতে যেভাবে জায়গা করে দেওয়া হয়েছে তাতে জেলা নেতৃত্ব খুশি নয় আর বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্ব অবধি পৌঁছে গেছে। এবার থেকে বিজেপিতে যোগদান করতে গেলে স্থানীয় নেতৃত্বের অনুমতিও লাগতে হতে পারে বলে জানা যাচ্ছে। সবমিলিয়ে বিজেপির এই সিদ্ধান্তের পর দল বদলের ট্রেন্ড এ লাগাম লাগার সম্ভাবনা তৈরি হয়েছে।