খঞ্জনি ও একতারাতে কোমর দুলিয়ে বাজিমাত কৈলাস মুকুলের

বাংলা হান্ট ডেস্ক :  যতই রাজনৈতিক তরজা করুন না কেন বিনোদন তো তাঁদেরও প্রয়োজন হয়৷ রাজনৈতিক ময়দানে যখন বিরোধীদের বিরুদ্ধে কড়া কড়া ভাষায় কথা বলতে হয় তখন তাদের আসল রূপ কি তা বোধহয় বোঝা যায় না কিন্তু তাঁরাও যে বিনোদন প্রিয়, তাঁরাও যে আনন্দ করতে ভালোবাসেন তার প্রমাণ মিলল এ বার বুধবার মহাজাতি সদনে৷ সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির শীর্ষ নেতারা যখন রাজ্যের শাসক শিবিরকে কড়া ভাষায় তোপ দাগেন তখন উল্টো দিকে তারা যে কোমর দুলিয়ে নাচতে পারেন তা দেখা গেল৷

বুধবার দাপুটে সব বিজেপি নেতারা যেন অন্য সুরে অন্য মুডে৷ সুরের ঘোরে চলে গিয়েছেন তাঁরা তাই তো কেউ একতারা হাতে কীর্তনের তালে কোমর দোলাচ্ছেন আবার কেউ খঞ্জনি নিয়েই কেউ আবার ঢোল নিয়ে নাচতে শুরু করেছেন৷ বুধবার রাজ্য বিজেপির তরফ থেকে গুণী শিল্পীদের সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠান হয় আর সেখানেই বিজেপি নেতৃত্বরা নাচ ও গানে মেতে ওঠেন৷

একজন গুণী বাউল শিল্পীকে সংবর্ধিত করার পর হঠাত্ একতারা হাতে নিয়ে গান গাইতে গাইতে কোমর দোলাতে শুরু করলেন রাজ্য বিজেপি র পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র, কৈলাসকে দেখে আর থেমে থাকতে পারেননি যদিও অভ্যাস নেই কিন্তু তাতেও খঞ্জনি হাতে নিয়ে নাড়াতে শুরু করলেন মুকুল রায়, বাদ গেলেন না অরবিন্দ মেনন রাও৷

ব্যাস অমনি ছোট খাটো নেতৃত্বরা ও বড় দাদাদের দেখে হাত তুলে নাচতে শুরু করে দিলেন৷ যদিও বিজেপি নেতৃত্বদের নাচানাচির অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজনৈতিক প্রভাব দেখতে পাচ্ছেন বিশ্লেষকরা৷ গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠানের সঙ্গে সাধারণের মধ্যে বিজেপি নেতৃত্বদের এভাবে মিশে যাওয়া যেমন ভারতে পাওনা ঠিক তেমনই এর পিছনে ভোটের রাজনীতিকে উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা৷

সম্পর্কিত খবর