আগামীকাল রবিবার মোদীর ব্রিগেড সমাবেশ। যা নিয়ে রাজ্য বিজেপির অন্দরে ব্যাপক তোড়জোড়। জানা যাচ্ছে একদিকে যেমন চমক থাকছে, তো অন্যদিকে থাকছে চমকে সামিল হতে মানুষের ঢল। আজ মমতার খাসতালুক কালীঘাটে চা চক্রে যোগ দিয়ে বিজেপির সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গী দাবি করেন, ‘ব্রিগেড এত লোক হবে, সবাই তা দেখে ভাববে কোথা থেকে এল এত লোক’।
তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরদিন কৈলাশ বিজয়বর্গীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। শোনা যাচ্ছে, রাজ্যজুড়ে যে গেরুয়া হাওয়া বইছে, সে পালে হাওয়া জুগিয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা।
উল্লেখ্য, মমতার প্রার্থী তালিকা থেকে বাদ পড়া ২৭ জন বিদায়ী বিধায়কদের মধ্যে অন্তত ২০ জনের ব্রিগেডে উপস্থিত হওয়া ও দলে যোগ দেওয়ার গঞ্জন সূত্র মারফত জানা যাচ্ছে। এছাড়াও মোদীর ব্রিগেড সমাবেশে ভীড় বাড়াতে সাহায্য করতে পারে টলিউড থেকে বলিউড সুপারস্টারদের উপস্থিতি। সেই তালিকায় আছেন মিঠুন চক্রবর্তী থেকে অক্ষয় কুমার পর্যন্ত।
এখন দেখার বিষয় তারকাদের নিয়ে ব্রিগেড থেকে মোদীর সোনার বাংলা গড়ার ডাকে মানুষের ভীড় কতটা হতে পারে। ব্রিগেডের ভীড় নিয়ে করা এদিন কৈলাশ বিজয়বর্গীর মন্তব্য যে বিজেপি সমর্থকদের মনে আশা জুগিয়েছে তা বলাই বাহুল্য।