“আমরা ক্ষমতায় এলে পুলিশ আমাদের জুতো পরিস্কার করবে” ঃ কৈলাস বিজয়বর্গীয়

Published On:

 

অমিত সরকারঃ রাজ্যে গণতন্ত্র নেই একথা বহুদিন ধরে বলে আসছেন মুকুল রায় এবং কিছুদিন আগে অর্জুন সিং এর উপর হামলা কে কেন্দ্র করে রাজ্য রাজনীতি সরগরম এখনো তার রেশ কাটেনি। আর তার মধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে সুর চড়াচ্ছে বিজেপির সর্বভারতীয় স্তরের নেতারা।

দলের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘‌এখন পুলিশ কারও কারও জুতো পালিশ করছে। আমরা ক্ষমতায় এলে তারা আমাদের জুতো পালিশ করবে।’‌ সন্দেশখালিতে একটি ঘটনায় দুই বিজেপি কর্মী খুন ও একজন কর্মী নিখোঁজ হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে

X