বাংলা হান্ট ডেস্ক : সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিক পঞ্জির প্রতিবাদে ইতিমধ্যেই সরব হয়েছেন বিভিন্ন অ বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসির প্রতিবাদে তিন দিনব্যাপী পদযাত্রা করেছেন এ ছাড়াও দফায় দফায় মিছিল, প্রতিবাদ সভা এসব করেছেন। রানি রাসমণি রোড পার্ক সার্কাস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সভা মঞ্চ করে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সরব হয়ে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করেছেন।
তবে মুখ্যমন্ত্রীর বিরোধিতায় সরব হয়েছে রাজ্য বিজেপি নেতৃত্বরা। নাগরিকত্ব সংশোধনী আইন তাঁর জীবদ্দশায় কোনও ভাবেই রাঁধছে প্রণয়ন করা যাবে না ঠিক এমনটাই বলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি নাগরিকত্ব আইন এবং এনআরসির বৈধতা ও প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা আর সেই মমতার মন্তব্যকে নিয়ে এবার মুখ্যমন্ত্রীকে মানসিক ভারসাম্যহীন বলে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয়।
এই সপ্তাহে বৃহস্পতিবার নাগরিক কত সংশোধনী আইন ও বাতিলের পঞ্চম দিনে রাজাবাজার থেকে মল্লিক বাজার অবধি মিছিলে হেঁটেছেন তৃণমূল সুপ্রিমো। পরে সমাবেশ আর সেখান থেকে নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে পড়ুয়াদের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী পাশাপাশি পড়ুয়াদের নিশানা করলে কী পরিণতি হতে পারে তা নিয়েও সতর্ক করেন বিজেপিকে। আর এই প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানসিক ভারসাম্যহীন বলে কটাক্ষ করেন কৈলাস বিজয়বর্গীয় পাশাপাশি নাগরিকত্ব আইনের পরে অনুপ্রবেশকারীরা চিহ্নিত হবেন এবং ওরাই মমতার ভোটব্যাঙ্ক এমনটাও বলতে শোনা যায় কৈলাসকে।
যদিও শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন কংগ্রেস থেকে শুরু করে অন্যান্য বিরোধী দল কেন্দ্রীয় সরকারের এই নাগরিকত্ব আইন নিয়ে বিরোধিতা করেছে। কিন্তু তা সত্ত্বেও মুখ্যমন্ত্রীকে এহেন কটাক্ষ মূলক মন্তব্য করায় বিজয় বইয়ের সমালোচনায় সরব হয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বদের একাংশ।