রবিবার পার্টি অফিস দখলকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল জগদ্দলে৷ আর এই পরিস্থিতিতে দুই দলের সংঘর্ষে আহত হয়েছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং৷ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছিলেন অর্জুন সিং, শুধু অর্জুন সিংহ হন না মুকুল রায়ও খুনের ষড়যন্ত্রের অভিযোগ এনেছিলেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে৷ এ বার শ্যামবাজারে বিজেপির ধর্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে জেলে যাওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র৷ তাঁর কথায় রাজ্যে যেভাবে দুর্নীতি হচ্ছে তাঁকে মুখ্যমন্ত্রী এবং তাঁর পরিবারের সদস্যরা জেলে যেতে পারেন৷ মুখ্যমন্ত্রীর সঙ্গেই তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে এনে দুজনের হাজার হাজার কোটি টাকা অবৈধ ভাবে আত্মসাত্ করার অভিযোগ এনেছেন৷
তাই দুর্নীতির কালো টাকা কমানোর অপরাধে মুখ্যমন্ত্রীদের সকলকেই জেলে যেতে হবে বলে হুঁশিয়ারি দেন কৈলাস বিজয়বর্গীয়র৷ তবে শুধু জেলে যাওয়ার হুঁশিয়ারি দিয়েই ক্ষান্ত থাকেননি, পরিবারের সদস্যদের যেহেতু জেলে যেতে হবে তাই মুখ্যমন্ত্রীকে জেলের পরিকাঠামো ব্যবস্থা উন্নয়ন করারও পরামর্শ দিয়েছেন তিনি৷ তবে শুধুমাত্র মুখ্যমন্ত্রী বা তাঁর পরিবার নয় তাঁর মন্ত্রী সদস্যদের অনেকেই জেলে যাবেন বলে জানিয়েছেন কৈলাস৷
এরপর বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এর হেনস্থার প্রতিবাদে মুখ খুলেছেন কৈলাস৷ এর আগে পর পর কয়েকজন বিজেপি নেতৃত্বদের উপরে যে ভাবে হামলা চালানো হয়েছে তাঁর যথেষ্ট নিন্দাও করেছেন তিনি৷ তাই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে এক সময় মুখ্যমন্ত্রীর পাশে দলের কোনও সদস্য বা মন্ত্রী থাকবেন না বলেও তাঁর ভবিষ্যদ্বাণীও করেছেন কৈলাস৷