১২০০ বছর আগে কিভাবে বানানো সম্ভব হয়েছে ভগবান শিবের এই মন্দির! উত্তর নেই বিজ্ঞানের কাছে

বাংলাহান্ট ডেস্কঃ ভারতের (india) মন্দিরগুলি নিজেরাই এক একটি আশ্চর্য, কখনো অপূর্ব শিল্পশৈলী কখনো বা আধ্যাত্মিক মাহাত্ম্য, ভারতের মন্দিরগুলি নিয়ে রহস্যের শেষ নেই। কিন্তু ভারতে এমন একটা মন্দির আছে যা কিভাবে নির্মাণ সম্ভব তা এখনো বিজ্ঞান সঠিক ব্যাখা দিতে পারে নি।

images 38 6

ভারতের অজন্তা ইলোরা গুহাচিত্র, সারা পৃথিবীতেই অত্যন্ত প্রসিদ্ধ। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ শহর থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি ইলোরা স্থাপত্যেরই অংশ। শিবের নিবাসভূমি কৈলাস পর্বতের নামানুসারে এই মন্দিরটির নাম কৈলাস মন্দির। স্থাপত্য কলার নিদর্শনে এই মন্দিরটি বিশ্বের সব চেয়ে বড় মনোলিথিক স্থাপত্য।

images 41 5

জেনে অবাক হবেন, এই মন্দিরটি সম্পূর্ণ ভাবে একটি পাহাড়কে ওপর থেকে নীচে কেটে বানানো। একটিও পাথর জোড়া দেওয়া নেই। আধুনিক ইঞ্জিনিয়াররা মনে করেন এই মন্দিরটি বানাতে প্রায় ২০ লাখ টন পাথর কাটতে হয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় সেই কেটে সরিয়ে ফেলা পাথরের কিয়দংশও মন্দিরের আশেপাশে নেই।

images 46 6

মন্দিরটি তৈরি হয়েছে আজ থেকে প্রায় ১২০০ বছর আগে। দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট রাজারা নির্মাণ করেছিলেন এই মন্দির। বলা বাহুল্য, সেই সময় কোনো ক্রেন ছিল না। ক্রেন বা একই জাতীয় আধুনিক যন্ত্র ছাড়া ঐ ২ লাখ টন পাথর যদি রাতদিনও বিশাল সংখ্যক সরানো হয় তবে সময় লাগবে কম করে হাজার বছর। তারই সাথে রয়েছে সূক্ষ কারুকার্যও।

images 42 5

সব মিলিয়ে মন্দিরটি কত বছরে এই ভাবে তৈরি হতে পারে তার সঠিক হিসাব অনুমান করতে পারছেন না আধুনিক ইঞ্জিনিয়াররা। জেনে অবাক হবেন এই মন্দিরটি মাত্র ১৮ বছরে নির্মাণ করেছিল তখনকার ভারতের ভাস্কররা। কিভাবে? এই উত্তর নেই বিজ্ঞানের কাছে।

images 43 3

আসুন জেনে নি মন্দিরটির আরো কিছু বিশেষত্ব
১. ইলোরার কৈলাস মন্দিরটি রাষ্ট্রকূত রাজবংশ দ্বারা ভগবান শিবের মন্দির হিসাবে তৈরি করেছিলেন।
২.কৈলাশ মন্দিরটি স্বতন্ত্র, বহুতল মন্দির কমপ্লেক্স, যা অনেকটা কৈলাশ পর্বতের মতো দেখতে।

images 45 6
৩. মোঘল শাসক ঔরঙ্গজেব কৈলাশ মন্দিরে ভাঙার চেষ্টা করেছিলেন, কিন্তু বহু বছর চেষ্টা করেও মোগল সৈন্যরা এই মন্দিরের তেমন ক্ষতি করতে পারেনি

 


সম্পর্কিত খবর