নীল পোশাকে কাজল যেন ‘জলপরী’, তুমুল ভাইরাল ছবি

বাংলাহান্ট ডেস্ক: সাউথ অর্থাৎ টলিউড (Tollywood) এবং বলিউড (Bollywood) এর অন্যতম নায়িকা কাজল আগরওয়াল (Kajal Aggarwal)। বেশ কিছুদিন ধরে প্রায়ই সংবাদ শিরোনামে উঠে আসছে কাজল আগরওয়ালের নাম। সম্প্রতি সিঙ্গাপুরের মাদাম তুসোর মিউজিয়ামে স্থান পেয়েছে কাজলের মোমের মূর্তি। সেই ছবি নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেছেন কাজল। এদিকে অভিনেত্রীর কেরিয়ারও বেশ চলছে। সব মিলিয়ে খোশ মেজাজেই রয়েছেন কাজল।

Charming pretty south Indian actress Kajal Aggarwal

মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও শেয়ার করেন কাজল আগরওয়াল। তুমুল ভাইরাল হয় সেই সব ছবি, ভিডিও। সম্প্রতি আরও বেশ কিছু ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন তিনি। সম্প্রতি নতুন কিছু ফটোশুট করেছেন কাজল। নীল রঙের পোশাক পরে সুইমিং পুলের জলের সামনে জলকেলি করতে দেখা গিয়েছে তাঁকে। একের পর এক বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।

https://www.instagram.com/p/B9qYNCfHv9N/

https://www.instagram.com/p/B9n2sHFnBWF/

বলা বাহুল্য ছবিগুলি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কাজলকে। অনেকেই তাঁর সৌন্দর্য্য ও অ্যাটিটিউডের প্রশংসা করেছেন। ইতিমধ্যেই  লাখ লাখ লাইক পড়ে গিয়েছে এই ছবিগুলিতে।

https://www.instagram.com/p/B9qYR4ynSDi/

https://www.instagram.com/p/B9qYO9jnzK1/

https://www.instagram.com/p/B9n19v-nO4B/

https://www.instagram.com/p/B9n2jyRHqrd/

প্রসঙ্গত, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় কাজলের পোস্ট করা বেশ কিছু ছবি নিয়ে শুরু হয়েছে সমালোচনা। বেশ কিছুদিন আগে মলদ্বীপ ঘুরতে গিয়েছিলেন কাজল। সঙ্গে ছিল তাঁর বোন। ভ্যাকশনের প্রচুর ছবি নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেছিলেন তিনি। এবার সেই ছবিগুলি নিয়েই শুরু হয়েছিল বিতর্ক। সুইমিং পুলের জলে বিকিনি পরে ছবি শেয়ার করেছিলেন তিনি। পুরোনো ছবিগুলি নিয়েই অসন্তোষ দেখা দিয়েছিল নেটিজেনদের মধ্যে। কাজলের বিকিনি পরে ছবি তোলা নিয়ে বেশ কটু মন্তব্য করেছিলেন নেটিজেনদের একাংশ। স্নান করার ছবি সোশ্যাল মিডিয়ায় কেন দিয়েছেন সেই নিয়ে অভিনেত্রীকে তীব্র আক্রমণ করেছিলেন তাঁরা। আবার একাংশ প্রশংসাও করেছিলেন কাজলের। অনেকে মন্তব্য করেছিলেন যে, কারও সম্পর্কে এধরনের কটু মন্তব্য করা উচিত নয়। তবে এখনও এই বিষয়ে এখনও মুখ খোলেননি কাজল আগরওয়াল।

Niranjana Nag

সম্পর্কিত খবর